OTP কিংবা টিপ সই আর লাগবে না, মুখ দেখালেই পেয়ে যাবেন টাকা

কৃষকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় আর্থিক সুবিধা। কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া অন্যতম কৃষক দরদী…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কৃষকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় আর্থিক সুবিধা। কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া অন্যতম কৃষক দরদী পদক্ষেপ হল পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) যোজনা। কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাওয়ার আগে e-KYC সম্পন্ন করা জরুরি। সরকারের পক্ষ থেকে বারংবার এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। e-KYC প্রক্রিয়া সম্পন্ন না করা একাধিক কৃষক সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। তবে সুযোগ এখনও রয়েছে। আরও সহজ উপায়ে পেয়ে যাবেন সরকারী সুবিধা।

Advertisements

এ ব্যাপারে সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন শুধু OTP বা আঙুলের ছাপের মাধ্যমে ই-কেওয়াইসি করার সুবিধা পাওয়া যেত। এখন সেটাও আর লাগবে না। নিজের মুখ স্ক্যান করেও ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে জানা গিয়েছে। আবেদনকারীর মুখ স্ক্যান করার জন্য সরকারের মোবাইল অ্যাপে ‘ফেস অথেনটিকেশন’ ফিচার চালু করা হয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, পিএম কিষান মোবাইল অ্যাপের মাধ্যমে দূরবর্তী কৃষকরা ওটিপি বা আঙুলের ছাপ ছাড়াই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।

Advertisements

২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পটি পথ চলা শুরু করেছে। ক্রমে দেশের ৮.১ কোটিরও বেশি কৃষককে পিএম কিষাণ যোজনার ১৩ তম কিস্তির টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টাকা সরাসরি চলে যায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে।

এখন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণের ১৪ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে যে জুনের শেষ নাগাদ এই প্রকল্পের ১৪তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। পিএম কিষান যোজনা অ্যাপের ‘নো ইউজার স্ট্যাটাস মডিউল’ ব্যবহার করে কৃষকরা জমি বপনের অবস্থা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং e-KYC সম্পর্কেও জানতে পারবেন।

Advertisements