ভারতের একটি বৃহৎ জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক ক্ষুদ্র কৃষক। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে একটি হল পিএম কিষান এফপিও স্কিম। পিএম কিষান এফপিও প্রকল্পের আওতায় সরকার নতুন কৃষি ব্যবসা শুরু করার জন্য সারা দেশের কৃষকদের ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
পিএম কিষান এফপিও প্রকল্পের লক্ষ্য কৃষকদের স্বাবলম্বী করে তোলা, পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি দেওয়া। এফপিও প্রকল্পের সুবিধা নিতে হলে কৃষকদের একটি সংস্থা বা কোম্পানি গঠন করতে হবে, যেখানে কমপক্ষে ১১ জন কৃষক থাকতে হবে। এফপিও প্রকল্পের সুবিধা শুধুমাত্র পিএম কিষাণের সুবিধাভোগীদের জন্য উপলব্ধ হবে। এর মাধ্যমে কৃষকরা কৃষি সরঞ্জাম বা ওষুধ, সার এবং বীজের মতো জিনিস কিনতে সহায়তা পান। তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালের মধ্যে ১০ হাজার এফপিও স্থাপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার।
কোথায় আবেদন করবেন?
• প্রধানমন্ত্রী কিষাণ উত্পাদন সংগঠন যোজনার (পিএম এফপিও স্কিম) জন্য আবেদন করতে প্রথমে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে যান- www.enam.gov.in।
• এরপর রেজিস্ট্রেশন বা লগইনের অপশন আসবে।
• প্রথমে রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করুন।
• এখন হোম স্ক্রিনে একটি আবেদন ফর্ম খুলবে।
• এতে চাওয়া সমস্ত তথ্য পূরণ করুন।
• আবেদনপত্রের সঙ্গে চাওয়া সব কাগজপত্রের সফট কপি সংযুক্ত করে ফরম জমা দিতে হবে।
কৃষকরা চাইলে এই কাজে পাবলিক সার্ভিস সেন্টারের সাহায্যও নিতে পারেন। পিএম কিষান এফপিও স্কিমে রেজিস্ট্রেশনের জন্য এফপিও-র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বা ম্যানেজারের নাম, ঠিকানা, ই-মেইল আইডি এবং যোগাযোগ নম্বর দিতে হবে।এছাড়াও তাদের সাথে সম্পর্কিত কাগজপত্র দিতে হবে। এফপিও’র শীর্ষ কর্মকর্তাদের ব্যাংক বিবরণও দিতে হবে।