অপেক্ষার অবসান হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সৌজন্যে লক্ষ্মী লাভ করতে চলেছেন কয়েক লক্ষ মানুষ। আর হয়তো কয়েক দিনের অপেক্ষা। বর্ষার মরসুমে বৃষ্টির মতো ব্যাংক অ্যাকাউন্টে ঝড়তে পারে টাকা। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী পাওয়া গিয়েছে বড় আভাস।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ খুশির খবর পেতে চলেছেন। এই খবর শোনার জন্য অনেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন। এখন মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোনো দিন এই স্কিমের পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে সরকার। কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার ১৪ তম কিস্তি পাঠাতে চলেছে। এই কিস্তি থেকে প্রায় ১২ কোটি কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে কিস্তির টাকা পাঠানোর তারিখ এখনও ঘোষণা না করলেও গণমাধ্যমের খবরে বড় ধরনের দাবি করা হচ্ছে। ২০ জুলাইয়ের মধ্যে কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া হতে পারে বলে অনেকে আশা করছেন।
তবে কিস্তির এই টাকা কেবল তখনই পাবেন যখন আপনার এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে থাকবে। নাহলে টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। স্কিমের এই টাকার পাওয়ার জন্য প্রথমে ই-কেওয়াইসির কাজ সম্পন্ন করতে হবে। কোনো কারণে ই-কেওয়াইসির কাজ শেষ করতে না পারলে দেখা দেবে সমস্যা। পাবলিক কনভিনিয়েন্স সেন্টারে গিয়ে এই কাজটি আগে সম্পন্ন করে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ই-কেওয়াইসি করাতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। এই কাজটি বিনামূল্যে করতে পারেন।
এই প্রকল্পের আওতায় ২,০০০ টাকার তিনটি কিস্তিতে ৬,০০০ টাকা পাঠানো হয়। কিস্তির টাকা প্রতি চার মাস অন্তর পাঠানো হয়। সরকারের লক্ষ্য কৃষকদের আয়কে সমৃদ্ধ করা, যাতে চাষের কাজে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র।