রামপ্রসাদের গায়ত্রীর মনোমুগ্ধকর ভিডিও, নেটিজেনরা বলছেন ” অসাধারণ সুন্দর “

ট্যালেন্ট থাকলে সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছেন। আর সেই ব্যক্তি যদি টেলিভিশনের জনপ্রিয় কোনো চরিত্র হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। হুহু…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ট্যালেন্ট থাকলে সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছেন। আর সেই ব্যক্তি যদি টেলিভিশনের জনপ্রিয় কোনো চরিত্র হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। হুহু করে বাড়বে জনপ্রিয়তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে।

Advertisements

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। ভিডিওটি কিছু দিন আগে পোস্ট করা হলেও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে সম্প্রতি। ভিডিওটি জনপ্রিয় টেলি অভিনেত্রী সোমাশ্রী নস্করের। খুব বেশি সিরিয়াল এখনও তিনি করেননি। তবে যতটা কাজ করেছেন তাতে বলা চলে তিনি এবং তার কাজ ইতিমধ্যে হিট করেছে মার্কেটে। তারই একটি নাচের ভিডিও নেটিজেনদের মন জয় করতে শুরু করেছে।

Advertisements

টিভির পর্দায় সম্প্রতি সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল রামপ্রসাদ। ইতিহাস আশ্রিত এই সিরিয়ালে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোমাশ্রী নস্কর। রামপ্রসাদ সিরিয়ালে তিনি অভিনয় করছেন গায়েত্রীর চরিত্রে। টিভির পর্দায় তিনি নবাগত হলেও এই সিরিয়াল ঘরে ঘরে এখন অনেকে পছন্দ করা হচ্ছে। রামপ্রসাদ সিরিয়ালের TRP যে বেশ হাই সেটা বলাই বাহুল্য।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে শুরু করা ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের নৃত্য শিল্প কৌশল ফুরিয়ে তুলেছেন সোমাশ্রী নস্কর। একটি সবুজ শাড়িতে করেছেন নিজের এই ড্যান্স পারফরম্যান্স। সাবেকি ধরায় পরেছেন শাড়ি। এই লুকে অভিনেত্রীকে লাগিছে কিত্নু বেশ। ভিডিওর ব্যকগ্রাউন্ড সং হিসেবে ব্যবহার করা হয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার Kaavaalaa। গানটির প্রতি বিটে নিখুঁত দক্ষতায় পা মিলিয়েছেন অভিনেত্রী। এই ভিডিও দেখে নেটিনেজনরা বলছেন, “অসাধারণ সুন্দর “।

Advertisements