সামাজিক মাধ্যমে কনটেন্টের অভাব নেই। নেটিজেনদের একের জন্য পছন্দ করেন একেকরকম কনটেন্ট। সেই মতো বিভিন্ন স্বাদের ভিডিও রয়েছে নেট দুনিয়ায়। যার মধ্যে অন্যতম জনপ্রিয় বিষয় OTT প্ল্যাটফর্ম। বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ দেখতে পান মানুষ। বোল্ড কিংবা সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের অভাব নেই এখানে।
OTT প্ল্যাটফর্ম এবং বোল্ড ওয়েব সিরিজের কথা আলাদা করে বলতে গেলে অবশ্যই Ullu-র নাম নিতে হয়। একের পর এক ওয়েব সিরিজ উপহার দিয়েছে তারা। সম্প্রতি উল্লর একটি ওয়েব সিরিজ বেশ আলোচনার মধ্যে রয়েছে। সিরিজটির নাম, তেরে জায়সা ইয়ার কাহা। এখানে বন্ধুত্বের সম্পর্ককে নিয়ে যাওয়া হয়েছে অন্য মাত্রায়। দুই পুরুষ চরিত্র এবং দই নারী চরিত্রের মধ্যে এগিয়েছে গল্পের প্লট।
Ullu-র ওয়েব সিরিজ মানেই যে শুধু উষ্ণ দৃশ্যের সম্ভার তেমনটা না। বরং তার সঙ্গে থাকে প্রেম, হিংসা, সন্দেহ, সাসপেন্স… এক কথায় রোমাঞ্চের প্যাকেজ। তেরে জায়সা ইয়ার কাহা সিরিজটিতে তার অন্যথা হয়নি। স্টোরিতে মূলত চারজন ক্যারেকটার। নায়িকা দুজন। একজন লাভপ্রীত অন্যজন পায়েল পাতিল।
সাহসী দৃশ্যে দুই অভিনেত্রী করেছেন নজরকাড়া পারফরম্যান্স। পুরুষ চরিত্র দুজনেও দর্শকদের মন জয় করবে। এই দুজনের কথা অবশ্য আলাদা করে বলা অপেক্ষা রাখে না। নিজেদের আগেই প্রমাণ করেছেন পর্দায়। ইউ টিউবে ট্রেলার রয়েছে ওয়েব সিরিজটির। আপনি চাইলে টুক করে একবার প্লে করে দেখে নিতে পারবেন। ধারণা পাবেন গল্প সম্পর্কে।