মানুষের পছন্দ বদলাচ্ছে। বড় পর্দায় পাশাপাশি মোবাইল বা ছোটো পর্দা হয়ে উঠেছে মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম। করোনা অটিমারি সময়কাল থেকে মানুষের জীবনধারা অনেকটা বদলেছে। বদলেছে বিনোদন মাধ্যম। আগে টেলিভিশন কিংবা সিনেমা হলে বিভিন্ন অনুষ্ঠান, সিনেমা ইত্যাদি দেখা হতো। এখন এসেছে ওয়েব সিরিজ। এখানেও ক্রমে বদলেছে কনটেন্টের রকম।
ক্রমে নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ। সেখানে মূল গল্পের পাশাপাশি মানুষের চোখ থাকে একাধিক সাহসী দৃশ্যের দিকে। বিভিন্ন OTT প্ল্যাটফর্মের মাধ্যমে রিলিজ করা হচ্ছে সিরিজগুলো। সেগুলো অবশ্যই সবার সঙ্গে দেখার জন্য নয়। ডিজে মুভিপ্লেক্স হল এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অ্যাডল্ট কনটেন্ট রিলিজ করা হয়।
সম্প্রতি নেটিজেনদের মধ্যে আলোচনায় রয়েছে এই প্ল্যাটফর্মের এক ওয়েব সিরিজ – বাবুজি ঘর পার হে পার্ট ২। সিরিজটির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছিল জনপ্রিয়তা। মূল গল্প আবর্তিত হয়েছে চারজন চরিত্রকে কেন্দ্র করে।
স্বামী, স্ত্রী, শ্বশুর এবং কাজের মেয়ে সিরিজের মুখ্য চরিত্রে। শ্বশুর এবং কাজের মেয়ের মধ্যে ক্রমে গড়ে ওঠে ঘনিষ্ট সম্পর্ক। সেটা দেখে ফেলেন বাড়ির বৌমা। এরপর গল্পের মোড় নেয় অন্য দিকে। বৌমাও জড়িয়ে পড়েন সমাজের চোখে নিষিদ্ধ সম্পর্কে। আর তার স্বামী? জানতে হলে দেখতে হবে বাবুজি ঘর পার হে পার্ট ২।