কেন্দ্রীয় সরকার আরও একবার পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের (ক্ষুদ্র সঞ্চয় স্কিম) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১ জুলাই থেকে সুদের নতুন এর হার কার্যকর হয়েছে। সুদের হারে বৃদ্ধি অবশ্য এই নতুন নয়। সরকার এর আগেও ধাপে ধাপে পোস্ট অফিসে সুদের হার বাড়িয়েছে। তবে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মাসিক আয় স্কিমের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
এই নিয়ে গত এক বছরে চতুর্থবারের মতো ক্ষুদ্র সঞ্চয় স্কিমের সুদের হার পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে এখন ৪% থেকে ৮.২% পর্যন্ত সুদ পাওয়া যাবে। এই শুক্রবার অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৩ সালের জুলাই-অক্টোবর ত্রৈমাসিকের জন্য এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে সুদের হার বাড়ানো হয়েছে। ২০২৩ সালের ১ জুলাই থেকে পোস্ট অফিসে এক বছর ও দুই বছর মেয়াদি এফডিতে সুদের হার যথাক্রমে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬.৯ ও ৭ শতাংশ করা হবে। তবে তিন বছর ও পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের সুদের হার যথাক্রমে ৭.০ শতাংশ ও ৭.৫ শতাংশে বহাল রাখা হয়েছে।
একই সঙ্গে জাতীয় সঞ্চয়পত্রধারীরা (NCC) সুদের হার পাবেন ৭.৭ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমান সুদের হার ৮.২ শতাংশ ধরে রাখা হয়েছে। এছাড়া মাসিক ইনকাম স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। সরকার প্রতি ত্রৈমাসিকে ছোট প্রকল্প এবং সঞ্চয়ের সুদের হার পর্যালোচনা করে।
সেপ্টেম্বর মাসে সরকার সুদের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে। সরকার ছোট প্রকল্পগুলিতে সুদ ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ০.৭৫ শতাংশ করতে পারে। ২০১৬ সালে শ্যামলা গোপীনাথ কমিটি এই প্রকল্পগুলির সুদের হার নির্ধারণের ব্যাপারে পথ দিয়েছিল।