রিয়েল লাইফের পাশাপাশি রিল লাইফেও চলে রেষারেষি। বিভিন্ন OTT প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে অলিখিত প্রতিযোগিতা। অন্তত এমনটা মনে করেন নেট দুনিয়ার কেউ কেউ। সম্প্রতি এমন কিছু ওয়েব সিরিজ রিলিজ করেছে, যে কোনটা ছেড়ে কোন দেখা উচিৎ সেটাই ঠিক করা হয়ে উঠেছে কঠিন ব্যাপার। এদিকে আবার প্রকাশ পেয়েছে Pehredaar part 4 এর ট্রেলার।
করোনা কাল বা লকডাউন বদলে দিয়েছে বহু মানুষের জীবন যাত্রা। আগে মানুষ ভাবতেন বড় পর্দা মানে হল সিনেমা এবং ছোটো পর্দায় হল সিরিয়াল। এই কনসেপ্ট বদল দেয় OTT প্ল্যাটফর্ম। সিনেমা হোক বা ছোটো ছোটো পর্বের কোনো অনুষ্ঠান, সব কিছু আপনার মুঠো ফোনের মধ্যে, এক ক্লিকের দূরত্বে। মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্নরকম অনুষ্ঠান দেখানো হয় নেট মাধ্যমে। টেলিভিশনে যে বেড়াজাল ছিল, ফোনের পর্দায় সেই ব্যবধান যেন ঘুচে গিয়েছে।
অনেকের হয়তো মনে আছে যে টেলিভিশনে এমন বেশ কিছু অনুষ্ঠান দেখানো হতো শুধু মাত্র রাতের বেলা। সেগুলোকে নিষিদ্ধ প্রোগ্রাম বলে মনে করা হতো। এবং বাড়ির টেলিভিশনে সে সব দেখার কোনো প্রশ্নই ছিল না। ওটিটি এই বিষয়টা একেবারেই মুছে দিয়েছে। এখানে এমন কিছু অনুষ্ঠান দেখানো হয় যা আদৌ সবার সঙ্গে দেখার মতো নয়। তবে তার জনপ্রিয়তা প্রবল।
Ullu, প্রাইম প্লে, সিনে প্রাইম, প্রাইম শটস ইত্যাদি নাম এখন অনেকেই জানেন। প্রাইম প্লে-ও এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে দেখানো হয় সাহসী ওয়েব সিরিজ। চলতি বছরের জুনে তারা দিয়েছে চমক। প্রকাশিত করেছে Pehredaar part 4 এর ট্রেলার। জানা গিয়েছে প্রাইম প্লের জনপ্রিয় এক ওয়েব সিরিজে দুই নায়িকার ভূমিকায় রয়েছেন শ্যানা খাত্রি এবং রানি পরি। এই দুই সুন্দরীর সঙ্গে এক বৃদ্ধের নিষিদ্ধ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে সিরিজে।