Raat ki Baat রাতেই দেখুন, দিনের দেখার ওয়েব সিরিজ নয়

Satrangii মানেই ওয়েব সিরিজের সম্ভার। এখানে কোন প্রকারের ওয়েব সিরিজ জনপ্রিয় সেটা আপাতত নাই বা বললাম। কারণ অনেকেই জানেন এই OTT প্ল্যাটফর্ম সম্পর্কে। যারা জানেন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Satrangii মানেই ওয়েব সিরিজের সম্ভার। এখানে কোন প্রকারের ওয়েব সিরিজ জনপ্রিয় সেটা আপাতত নাই বা বললাম। কারণ অনেকেই জানেন এই OTT প্ল্যাটফর্ম সম্পর্কে। যারা জানেন না তাদের জন্য দেওয়া রইল Ullu সম্পর্কে ছোটো একটু বর্ণনা। তার পর আলোচনা করা হবে এই প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ সম্পর্কে। যা এখনও নেটিজেনদের একাংশের মধ্যে সমান জনপ্রিয় হয়ে রয়ে গিয়েছে।

Advertisements

Lockdown এর সময় থেকে মানুষের অভ্যাস বদলাতে শুরু করেছে। টিভি কিংবা সিনেমা হলের পাশাপাশি ফোনেও যে পছন্দের কনটেন্ট দেখা যায় সেটা এই সময়কালে আমরা জেনেছিলাম। সেই থেকে অনেকের মধ্যে ওয়েব সিরিজ এখনও সমান জনপ্রিয় হয়ে রয়েছে। মানুষ যেমন ফিচার ফিল্ম পছন্দ করেন, তেমনই পছন্দ করেন উষ্ণ দৃশ্যে ভরপুর কোনো সিনেমা বা কোনো প্রোডাকশন। এই সব সিনেমা, প্রোডাকশন বা ওয়েব সিরিজ যাই বলা হোক না কেন, এগুলো সবার সঙ্গে দেখার মতো নয়। রাতে একা দেখার জন্য চলতে পারে।

Advertisements

Satrangii এর Raat ki Baat ওয়েব সিরিজ তেমনই একটি ছবি। যেটা ভুলেও সবার সঙ্গে দেখবেন না। রোমান্স দৃশ্যে ভরপুর এই সিরিজে রয়েছে একের পর এক বোল্ড সিন। উপস্থিত শিল্পীরা ছড়িয়ে গিয়েছেন লজ্জার সমস্ত রেকর্ড। মুখ্য চরিত্রে রয়েছে নেট দুনিয়ায় বহু আলোচিত অভিনেত্রী অঙ্কিতা সিং। সঙ্গে রয়েছে শায়না খাতরি।

Advertisements