রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছে দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে একদম কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। যত সময় এগোচ্ছে বাইরে বেরনোর যেন দুঃসহ ব্যাপার হয়ে উঠছে।
এদিকে বৃষ্টির দেখা নেই। ছিটেফোঁটা বৃষ্টির অপেক্ষায় একপ্রকার সকলে চাতক পাখির মতো বসে আছেন। এদিকে আলিপুর আবহাওয়া দফতরও আবহাওয়া প্রসঙ্গে তেমন আশার কথা শোনাতে পারছে না। আর্দ্রতাজনিত অস্বস্তি জারি রয়েছে।এদিকে দফায় দফায় উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণের আবহাওয়া একপ্রকার পুরো শুকনো। তবে এরই মাঝে মিলল সুখবর। আগামী শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে দক্ষিণবঙ্গে। ঝেঁপে নামবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। শুক্রবার থেকে কিছুটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। তারই সঙ্গে শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। আর এটি চলবে আগামী মঙ্গলবার অবধি। ফলে দক্ষিণবঙ্গবাসীর এখনই মন খারাপ করার কোনও দরকার নেই।
আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টিরও সম্ভাবনা নেই আগামীকাল বৃহস্পতিবার অবধি তেমন। হলেও ছিটেফোঁটা ব্যাস আর তেমনভাবে হবে না। যদিও পাল্লা দিয়ে ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে।

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। অন্যদিকে দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।বলা হচ্ছে, মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে।







