আইফোনের থেকে অনেক কম দামে কিনুন Realme টেন সিরিজের ফোন, পাবেন আরও ফিচার সঙ্গে সলিড ক্যামেরা

Realme 10 Pro 5G সিরিজ চালু করেছে এই আন্তর্জাতিক কোম্পানি। সিরিজের দুটি স্মার্টফোন l Realme 10 Pro এবং Realme 10 Pro+ তুলনামূকভাবে কম দামের রেঞ্জের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Realme 10 Pro 5G সিরিজ চালু করেছে এই আন্তর্জাতিক কোম্পানি। সিরিজের দুটি স্মার্টফোন l Realme 10 Pro এবং Realme 10 Pro+ তুলনামূকভাবে কম দামের রেঞ্জের মধ্যে আত্মপ্রকাশ করেছে ভারতীয় বাজারে। অনেকে মনে করছেন আই ফোন কেনার থেকে রিয়ালমির এই ফোন নেওয়া হতে পারে বুদ্ধিমানের কাজ। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও কার্ভড ডিসপ্লের এই ফোনগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisements

স্মার্টফোন ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে, সেই সঙ্গে ভারতেও উপলব্ধ এই সিরিজের ফোন। মিডরেঞ্জ সেগমেন্টে প্রথমবারের মতো কার্ভড ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে স্মার্টফোনে। ব্যবহারকারীরা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সুবিধা পাবেন। উভয় ডিভাইসে শক্তিশালী প্রসেসর রয়েছে এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে চালু করা হয়েছে ফোন দুটি। রিয়েলমি এই স্মার্টফোনগুলি বিভিন্ন ভেরিয়েন্টে এনেছে।

Advertisements

ভারতে রিয়েলমি ১০ প্রো+ ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা, তবে ব্যাঙ্ক অফার সহ ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে এই ফোন। রিয়েলমি ১০ প্রো ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি বেস মডেলের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা, অফার সহ এটি কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। উভয় ফোনের ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। ডার্ক ম্যাটার, হাইপারস্পেস এবং নুবিয়া ব্লুর মতো কালার অপশন রয়েছে। অনলাইনে দেখে নিতে পারেন।

Realme 10 Pro Plus

সিরিজের হাই এন্ড মডেলটিতে ফুল এইচডি + রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্জ টাচ স্যাম্পলিং রেটের সাথে আসে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট সহ এই ফোনে রয়েছে ১২ গিগাবাইট পর্যন্ত RAM ও ২৫৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। সেট আপটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা লেন্স। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়েলমি ১০ প্রো+ ৫জির ৫০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টার সুবিধা।

Advertisements