আগামী ৮ জুন ভারতের বাজারে রিয়েলমি ১১ প্রো সিরিজের স্মার্টফোন আনতে চলেছে রিয়েলমি। সোশ্যাল মিডিয়ায় কোম্পানির পক্ষ থেকে আগমন বার্তা দেওয়া হয়েছে। রিয়েলমি ১১ প্রো সিরিজে রয়েছে রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো+ ৫জি ভেরিয়েন্ট দু’টি। লঞ্চ হওয়ার তারিখ প্রকাশ্যে আসার পর থেকে টেক প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। ভারতীয় বাজারে তুলনায় নবীন এই ফোন অল্প সময়ের মধ্যে অনেকের মন করতে সফল হয়েছে।
রিয়েলমি ১১ প্রো সিরিজের স্মার্টফোন কেনার ব্যাপারে অফিশিয়াল তারিখ এবং আকর্ষণীয় অফারের কথা জানানো হয়েছে ফোন প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে। রিয়েলমি টুইটারে ঘোষণা করেছিল যে ‘আর্লি অ্যাক্সেস সেল’-এর আওতায় গ্রাহকদের জন্য থাকছে বিশেষ উপহার। এই বিশেষ সেলের মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনটির ফিচার ও দাম দেখে প্রি-বুকিং করতে পারবেন। আর্লি অ্যাক্সেস বিক্রয় উইন্ডোটি ৮ জুন রাত ৮টা থেকে দুই ঘণ্টার জন্য খোলা ছিল।
রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের অফারে গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,৫০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও, যাদের উপরোক্ত ব্যাঙ্কগুলির কার্ড নেই তাদের জন্য রিয়েলমি ১,৫০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে। কিছু দিন আগে এটাও শোনা গিয়েছিল যে ফোনটির প্রি-বুকিং করলে গিফট হিসেবে পাওয়া যাবে স্মার্ট ওয়াচ। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও এই জল্পনা নিশ্চিত করা হয়নি। তবুও অনেকে আশা করছেন যে বিনামূল্যে পাওয়া যেতে পারে রিয়েলমি ওয়াচ ২ প্রো।

রিয়েলমি চীনে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস অনেক আগেই সামনে এনেছিল। দুটি স্মার্টফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটি ডাইমেনসিটি ৭০৫০-এ কাজ করে। রিয়েলমি ১১ প্রো-তে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের অপশন। রিয়েলমি ১১ প্রো প্লাসে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ক্ষমতা এবং ১২ জিবি র্যামের সঙ্গে দেওয়া হচ্ছে ২৫৬ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। এই দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ দেওয়া রয়েছে।
রিয়েলমি ১১ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। একই সঙ্গে এর সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়েলমি ১১ প্রো প্লাসে রয়েছে ওআইএস সহ ২০০ মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ব্যাটারি হিসেবে ফোনে দেওয়া রয়েছে ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি। ফোনের উভয় ভার্সন দ্রুত চার্জিং সাপোর্ট করে।







