DSLR-কেও মাটি ধরাবে Realme, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখলে চোখ কপালে উঠবে

ধীরে ধীরে বাজারে আধিপত্য বিস্তার করছে রিয়েলমি। মধ্যবিত্তের জন্য একের পর এক বাজেট ফোন নিয়ে নিয়ে এসে কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে কোম্পানি। এবার নজর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ধীরে ধীরে বাজারে আধিপত্য বিস্তার করছে রিয়েলমি। মধ্যবিত্তের জন্য একের পর এক বাজেট ফোন নিয়ে নিয়ে এসে কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে কোম্পানি। এবার নজর প্রিমিয়াম সেগমেন্টে। রিয়েলমি এমন একটি ফোন লঞ্চ করতে চলেছে যার ক্যামেরা DSLR-কেও মাটি ধরাতে পারবে। সেই সঙ্গে অন্যান্য ফিচারস তো রয়েছেই।

Advertisements

রিয়েলমি কোম্পানি রিয়েলমি ১১ প্রো + ৫জি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ১১ প্রো+ ৫জি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম ফোন। এতে রয়েছে শক্তিশালী ক্যামেরা। প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। যা ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৯৫০ নিটসের পিক ব্রাইটনেস প্রদান করবে ব্যবহারকারীকে। রিয়েলমি ১১ প্রো + ৫জি স্মার্টফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর সাপোর্টেড। প্রিমিয়াম কোয়ালিটির এই ফোনে থাকছে ১২ জিবির র্যাম, রয়েছে ১ টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট।

Advertisements

অ্যান্ড্রয়েড ভার্সন ১৩ সহ রিয়েলমি ইউআই ৪.০ থাকছে এই ফোনটিতে। রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মূল লেন্স হিসেবে রয়েছে২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এটাই এই ফোনের অন্যতম আকর্ষণের বিষয়। এ ছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। স্মার্টফোনটিতে জন্য রয়েছে ৪ হাজার ৮৭০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা প্রদান করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।

Advertisements