- বাজারে ফোনের অভাব নেই। এই ফোন বলে আমাকে কিনুন, তো অন্য ফোন বলে আমাকে। এই পরিস্থিতিতে প্রশ্ন আসে, কোন ফোনটি কেনা দরকার। সম্প্রতি Realme C55 এবং Moto G13 এর মধ্যে তুলনা চলে। দুটি ফোনই ফোনই সেয়ানে। তবুও একটি ফোন রয়েছে একটু এগিয়ে। জেনে কোনটা সেই ফোন।
Moto G13
মটোরোলা আজকের কোম্পানি নয়। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাজারে নিজেদের টিকিয়ে রেখেছে কোম্পানি। Moto G13 বেশ আলোচনায় রয়েছে সম্প্রতি। ভারতীয় বাজারে Moto G13 ফোনের দাম পড়ছে ৯ হাজার ৯৯৯ টাকা। ১০ ওয়াট ফার্স্ট চার্জিংয়ের সঙ্গে ফোনে রয়েছে ৫ হাজার mAh এর ব্যাটারি। ফোনটি ৪জি সাপোর্টেড। Mediatek Helio G85 Chipset 2 GHz দেওয়া রয়েছে কোম্পানির পক্ষ থেকে। Octa Core Processor এর সঙ্গে রয়েছে ৪জিবি RAM। ১২৮ জিবি ইনবিলড মেমোরি। ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে মেমোরি। ফোনের পিছনে রয়েছে 50 MP + 2 MP + 2 MP ক্যামেরা। সেলফির জন্য রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ৬.৫ ইঞ্চির আইপিএস স্ক্রিনটি ৭৩০*১৬০০ পিক্সেলের। ৯০ Hz রিফ্রেশ রেট।
Realme C55
ভারতীয় বাজারে Realme C55 এর দাম ১০ হাজার ৯৯৯ টাকা। ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং এর সঙ্গে রয়েছে ৫ হাজার mAh এর ব্যাটারি। ফোনটি ৪জি সাপোর্টেড। Mediatek Helio G85 Chipset 2 GHz দেওয়া রয়েছে কোম্পানির পক্ষ থেকে। Octa Core Processor এর সঙ্গে রয়েছে ৪জিবি RAM। 64 জিবি ইনবিলড মেমোরি। ১ TB পর্যন্ত বাড়ানো যাবে মেমোরি। ফোনের পিছনে রয়েছে 64 MP + 2 MP ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ৬.৭২ ইঞ্চির আইপিএস স্ক্রিনটি 1080 x 2400। ৯০ Hz রিফ্রেশ রেট। Moto G13 এর থেকে Realme C55 বেশি পাতলা তবে একটু বেশি ভারী।







