অন্য সব ফোনের হাওয়া টাইট, Realme’র এই ফোনের ওপর কোনো কথা হবে না

রিয়েলমি সি সিরিজের আওতায় রিয়েলমি সি ৫১, রিয়েলমি সি ৫৩ ও রিয়েলমি সি ৫৫ স্মার্টফোন উন্মোচন করে রিয়েলমি। এখন আলোচনায় ঢুকে পড়েছে তাদের নতুন বাজেট…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রিয়েলমি সি সিরিজের আওতায় রিয়েলমি সি ৫১, রিয়েলমি সি ৫৩ ও রিয়েলমি সি ৫৫ স্মার্টফোন উন্মোচন করে রিয়েলমি। এখন আলোচনায় ঢুকে পড়েছে তাদের নতুন বাজেট ফোন রিয়েলমি সি ৬৫ ৫ জি। রিয়েলমি শিগগিরই তাদের প্রথম ৫জি ভিত্তিক সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি ৬৫ ৫জি উন্মোচন করবে। আসন্ন রিয়েলমি সি৬৫ হতে পারে দেশের সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রিয়েলমি সি ৬৫ ৫ জি ডিসেম্বরের শুরুতে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে।

Advertisements

রিয়েলমি সি ৬৫ ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ৪ জিবি + ১২৮ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ১২৮ জিবি। মনে হচ্ছে রিয়েলমি ডিভাইসটি ৪ জিবি + ৬৪ গিগাবাইট সংস্করণে লঞ্চ নাও করতে পারে। তবে ৪ জিবি+ ৬৪ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করে হ্যান্ডসেটটিকে আরও সাশ্রয়ী করে তুলতে পারে প্রতিষ্ঠানটি।

Advertisements

রিয়েলমি সি৬৫ ৫জি দুটি রঙে আসবে- ডার্ক পার্পল ও গ্রিন। আসন্ন সি-সিরিজের হ্যান্ডসেটটির ভারতীয় বাজারে দাম ১২,০০০-১৫,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

রিয়েলমি সি৬৫ ৫জি ফিচার:

Realme C65 5G

ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ফুল এইচডি+ রেজোলিউশন।

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ (টিএসএমসির ৬ এনএম প্রক্রিয়া) সঙ্গে মালি জি ৫৭ জিপিইউ।

মেমরি এবং স্টোরেজ: ৬ গিগাবাইট র ্যাম এবং ৪ গিগাবাইট / ৬ গিগাবাইট LPDDR4X র ্যাম।

স্টোরেজ: ১২৮ গিগাবাইট ইউএফএস ২.২ স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড সমর্থন।

সফটওয়্যার: রিয়েলমি ইউআই ৪.০ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক

ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ।

ব্যাটারি: ৫০০০ এমএএইচ ব্যাটারি

চার্জিং: ইউএসবি টাইপ-সি পোর্টে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং।

নিরাপত্তা: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Advertisements