রিয়েলমির পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন ফোন লঞ্চ করার ব্যাপারে আভাস দেওয়া হয়েছে। রিয়েলমি সি ৫৩ স্মার্টফোন ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখানেই এর বৈশিষ্ট্য এবং ফিচার বিস্তারিত লেখা রয়েছে। মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে এই ফোনটি। তার আগে জেনে নেওয়া যাক ফোনের কিছু ফিচার এবং সম্ভাব্য দাম সম্পর্কে।
রিয়েলমি সি ৫৩ এর দাম ভারতীয় মুদ্রায় হতে পারে প্রায় ৯ হাজার ৮০০ টাকারর। বর্তমানে এই ফোনটি মালয়শিয়ার লাজাদা এবং শোপিতে পাওয়া যাচ্ছে। দুটি কালার অপশনে দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে& চ্যাম্পিয়ন গোল্ড ও ম্যাট ব্ল্যাকে। আশা করা হচ্ছে যে এই ফোনটি শীঘ্রই এশিয়ার অন্যান্য বাজারে পাওয়া যাবে, তবে এটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। কারণ রিয়েলমি সি ৫৩-এর রিব্র্যান্ডেড সংস্করণ রিয়েলমি নার্জো এন ৫৩ ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে।
রিয়েলমি সি ৫৩-এ রয়েছে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্জ রিফ্রেশ রেট, ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে রয়েছে অক্টাকোর ইউনিসক টি৬১২ প্রসেসর, মালি জি৫৭ জিপিইউ। ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া। ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ এবং স্ক্রিন টু বডি রেসিও ৯০.৩%। আর ফোনটি বেশ স্লিক।
রিয়েলমি সি ৫৩- তে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। একই সঙ্গে এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ রিয়েলমি ইউআইটি ভার্সন। ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ সাপোর্টে রয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং করতে সক্ষম।