‘কুত্তোকে সামনে’ সত্যি নাচল ‘বাসন্তী’! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে যুবতীর এই নাচের ভিডিও

সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এই কথাটি আমরা ছোটো থেকে শুনে আসছি। এই কথাটা যদি একটু মোডিফাই করে বলি, সত্যি, কি বিচিত্র এই নেট,…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এই কথাটি আমরা ছোটো থেকে শুনে আসছি। এই কথাটা যদি একটু মোডিফাই করে বলি, সত্যি, কি বিচিত্র এই নেট, কথাটা কি খুব ভুল বলা হবে? নেট দুনিয়ায় প্রতিনিয়ত যা সব পোস্ট হচ্ছে সে সব দেখলে চোখ ছানাবড়া হওয়া স্বাভাবিক। সম্প্রতি যেমন একটি নাচের ভিডিও হয়েছে। যেটা দেখলে অনেকের মনে পড়ে যেতে পারে কিংবদন্তি শোলে সিনেমার কথা।

Advertisements

একদল কুকুরের মাঝে একটি মেয়ের নাচের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। এই ভিডিওটি ক্লাসিক ছবি ‘শোলে’-এর আইকনিক সংলাপের কথা মনে করিয়ে দেয়। সিনেমার সেই ডায়লগ- ‘বাসন্তী, ইন কুত্তোকে সামনে মাত নাচ না”। বাংলায় যার অর্থ, বাসন্তী, এই কুকুরগুলির সামনে নাচবে না। যাইহোক, এবার মনে হচ্ছে যে ভিডিওতে মেয়েটি ঠিক সেটাই বোধহয় করতে চেয়েছিল।

Advertisements

ভিডিওটি যে বিনোদনে পরিপূর্ণ সেটা বলাই বাহুল্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের টপ ও জিন্স পরিহিত এক মেয়ে কুকুরদের মাঝে দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করছে। মেয়েটির চারপাশে দাঁড়িয়ে থাকা কুকুরগুলি কৌতূহলের সাথে তাকে দেখছিল। কয়েকটা কুকুর অবশ্য একটু দূরে সরে গিয়েছিল কিছুক্ষণ পরে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে হাস্যরসাত্মক মন্তব্য এবং প্রতিক্রিয়া করছেন নেটিজেনরা। নেটিজেনরা মেয়েটির নাচ এবং শোলে সিনেমার বাসন্তী সংলাপের মধ্যে তুলনা করতে দ্বিধা বোধ করেননি। কুকুরের সামনে মেয়েটির নাচের সাথে আইকনিক সংলাপের মিল অনলাইনে ব্যবহারকারীদের মধ্যে প্রচুর হাসি এবং কৌতুক সৃষ্টি করেছে। ভিডিওটি দ্রুত বিনোদনের জনপ্রিয় উৎস হয়ে উঠেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যে ব্যক্তি ভিডিওটা বানিয়ে থাকুক না কেন, এডিটিং দারুণ হয়েছে।” আরেকজন মন্তব্য করেছেন, ‘কুত্তা ভি ডার গিয়া ডান্স দেখ কে’।

 

View this post on Instagram

 

A post shared by Amol Zore (@zore_amol_)

Advertisements