এর থেকে ভালো আর কি হতে পারে? প্রথম সেলেই বাজিমাত। অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির দিক থেকে তাবড় তাবড় কোম্পানিদের বাজিমাত করল রিয়েলমি। রেকর্ড সংখ্যায় বিক্রি হয়েছে ফোন। কোম্পানির দাবি, সেলের প্রথম দিনেই Realme 11 Pro+ 5G বিক্রি হয়েছে ৬০ হাজার। এই পরিমাণ সেল যে কোনো কোম্পানির ক্ষেত্রেই দুরন্ত একটি ব্যাপার।
কিন্তু লোকে কেন এতো পছন্দ করছে এই ফোনটিকে? আসলে দামের সঙ্গে সাম্জস্য রেখে প্রচুর ফিচার রয়েছে এই স্মার্টফোনে। অল্প দিনের মধ্যেই মানুষের ভরসা জয় করতে পেরেছে রিয়েলমি। তাই সুযোগ বুঝে ফোনটি কার্যত লুফে নিয়েছেন অনেকে। আগামী দিনে এই ফোন আরও বিক্রি হবে বলে আশা করা যায়।
Unprecedented Success: Breaking First Sale Records and Setting New Standards!
Cheers to all the #realmeFans. #realme11ProPlus5G #200MPzoomToTheNextLevel pic.twitter.com/SeCdTXx2DV— realme (@realmeIndia) June 16, 2023
Realme 11 Pro+ 5G সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু কথা – রিয়েলমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৫ জুন রিয়েলমি ১১ প্রো+৫জি-র প্রথম বিক্রয় শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে। এই প্রথম সেলে ফোনটি ভালো সাড়া পেয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, প্রথম বিক্রিতে ২৫ হাজারের বেশি মূল্যের যে কোনো ফোনের সেগমেন্টে বিক্রির ব্যাপারে এটিই সবচেয়ে বড় রেকর্ড।
এছাড়াও ফ্লিপকার্টে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার দামের মধ্যে ফোনটি প্রথম সেলে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়েছে বলে জানা যাচ্ছে। এই ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনটি অ্যাস্ট্রাল ব্ল্যাক, গ্রিন এবং সানরাইজ বেইজ কালার অপশনে আসে। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, রিয়েলমি ১১ প্রো + এ 6.7 ইঞ্চি ফুল-এইচডি + (১০৮০ x ২৪১২ পিক্সেল) কার্ভড ডিসপ্লে রয়েছে এবং ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ এর সাহায্যে চলে।