স্লিভলেস ব্লাউজে বৌদির অনবদ্য নাচ, ভাইরাল হতে বাধ্য

অনবরত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে কিছু না কিছু। সে ছবি হোক বা ভিডিও এখন যেন সবাইকে এই সব কিছু দেখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

অনবরত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে কিছু না কিছু। সে ছবি হোক বা ভিডিও এখন যেন সবাইকে এই সব কিছু দেখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। এমন কিছু ভিডিও রয়েছে যা আপনাকে হাসতে বাধ্য করে এবং কিছু দেখে আপনি হতবাক হয়ে যান। এমনই একটি ভিডিও আজকাল ইন্টারনেটে তুমুল ভাইরাল হচ্ছে।

Advertisements

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে চোখ তুলতে নারাজ ৮ থেকে ৮০। এক প্রকার এখন যেন মুঠোফোনে বন্দী হয়ে গিয়েছেন সকলে। সারা দিনে হাজারো কর্ম ব্যস্ততার মাঝে কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় চোখ না রাখলে মানুষের যেন দিনই কাটতে চায় না এখন।

Advertisements

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভাইরাল হওয়া ভিডিওটিতে কী এমন আছে? ভিডিওতে দেখা যাচ্ছে লাল শাড়ি পরা এক বৌদি জনপ্রিয় একটি গানে নাচছেন। এইবার ভিডিও এখন তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে লাল ব্লাউজ এবং লাল শাড়িতে অপরূপ দেখাচ্ছে। সেই সঙ্গে নৃত্য ভঙ্গিমা দেখে সকলেই একপ্রকার ঘায়েল হয়ে গিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Toshi Dwivedi (@toshi_dwivedi3099)

সত্যিকারের কেনো প্রতিভাবান ব্যক্তি তার নৃত্য শৈলী প্রদর্শন করলে সেটা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ইন্টারনেট ব্যবহার করতে করতে নেটিজেনদের পছন্দ অপছন্দ বোঝা যায়। ভিডিও ভাইরাল হওয়ার অর্থ মানুষ সেই কনটেন্টে খুব বেশি ইংগেজ হয়েছে। লাইক, কমেন্ট শেয়ার ইত্যাদি পড়েছে দেদার। শুধু প্রতিভা প্রদর্শন নয়, ভিডিও বা কনটেন্ট পরিবেশনা খুব জরুরি। প্রতিভার পাশাপাশি ভিডিও শ্যুট করার আয়োজনটা মাথায় রাখতে হয়। দুই প্লাস দুই দলে তবেই চার হয়।

Advertisements