১৭ হাজারের ফোন বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়, Redmi ফোনের ওপর চলছে বাম্পার অফার

দামের জন্য অনেকে পিছিয়ে আসনে। ফিচার দেখে পছন্দ হলেও শেষ পর্যন্ত কেনা হয়ে ওঠে না পছন্দের ফোন। তবে সুযোগ ঠিকই চলে আসে। এই যেমন এখন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দামের জন্য অনেকে পিছিয়ে আসনে। ফিচার দেখে পছন্দ হলেও শেষ পর্যন্ত কেনা হয়ে ওঠে না পছন্দের ফোন। তবে সুযোগ ঠিকই চলে আসে। এই যেমন এখন দারুণ সুযোগ রয়েছে। ভালো অফারে একদম সস্তায় পাওয়া যাচ্ছে রেডমির সেরা ফিচারযুক্ত ফোন। এই অফার থাকবে সীমিত সময়ের জন্য।

Advertisements

দুরন্ত অফার চলছে Redmi 11 Prime 5G ফোনটির ওপর। অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য। সুতরাং দেরি না করে দ্রুত কিনে নিতে পারেন উন্নত প্রযুক্তি সম্পন্ন এই ফোন। এখন না কিনলে পরে হয়তো আফসোস করতে হবে। Redmi 11 Prime 5G ফোনটিতে গ্রাহকরা ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন। যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, সেই সঙ্গে এতে পাবেন ২৪০৮ x ১০৮০ পিক্সেল রেজোলিউশন। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাসের সুবিধা দিচ্ছে কোম্পানি।

Advertisements

প্রসেসরের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। এ ছাড়া থাকছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও রয়েছে ডুয়াল সিম কার্ড স্লট। যা অ্যান্ড্রয়েড ১৩- এর সাহায্যে কাজ করে।

ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে ফোনে। পাশাপাশি থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। একই সঙ্গে এই হ্যান্ডসেটের সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরাও পাওয়া যাচ্ছে। নন রিমুভেবল ৫০০০ এমএএইচ – এর একটি ব্যাটারি ফোনে পাওয়ার সাপ্লাই করবে।১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। কানেক্টিভিটির জন্য ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের মতো অন্যান্য সুবিধা রয়েছে।

Redmi 11 Prime 5G

রেডমির এই ফোনের দাম আসলে ১৬,৯৯৯ টাকা। Flipkart থেকে ৩৮ শতাংশ ছাড়ে ১০,৪৯৯ টাকায় পেয়ে যেতে পারেন কিনতে পাচ্ছেন। এছাড়াও, ব্যাঙ্ক অফারের আওতায় আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক কার্ড থেকে ১০% ছাড় পাবেন। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের সঙ্গে থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। শুধু তাই নয়, ৯ হাজার ৯৫০ টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।

Advertisements