ভারতীয় বাজারে প্রবেশের পর থেকে লাগাতার আলোচনায় থেকেছে শাওমি। একাধিক তাবড় তাবড় কোম্পানিকে সরিয়ে মার্কেট দখল করেছে শাওমি। উন্নত টেকনোলজির সঙ্গে পকেট ফ্রেন্ডলি দাম, সেই সঙ্গে স্মার্ট ফোনে অজস্র ফিচার, শাওমি ফোনে এই বৈশিষ্ট্য বহু গ্রাহকের মনে ধরেছে। একাধিক ফোন বিক্রেতা সংস্থা থাকার পরেও ভারতীয় গ্রাহকদের মনে ভরসা তৈরি করেছে শাওমি। সম্প্রতি একসাথে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করেছে কোম্পানিটি।
শাওমি তাদের সবচেয়ে জনপ্রিয় নোট সিরিজের পরবর্তী প্রজন্মের মডেল ভারতে লঞ্চ করেছে। রেডমি নোট ১২ সিরিজের অধীনে প্রায় ৩ টি স্মার্টফোন লঞ্চ করেছে সম্প্রতি। এই সিরিজে রেডমি নোট ১২ ৫ জি- এর পাশাপাশি রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৮ লঞ্চ করেছে। রেডমি নোট ১২-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর্থ জেনারেশন প্রসেসর কাজে লাগিয়েছে চিনে অবস্থিত এই কোম্পানিটি। প্রো মডেলগুলিতে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ দেওয়া হয়েছে।
রেডমি নোট ১২-এর দাম ১৫ হাজার ৪৯৯ টাকা। এই দামে আপনি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এই স্মার্টফোনটি হাতে পেয়ে যাবেন। রেডমি নোট ১২ প্রো এর দাম রাখা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা এবং হাই এন্ড রেডমি নোট ১২ প্রো+ মডেলের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট mi.com – এর পাশাপাশি অনেক অনলাইন প্ল্যাটফর্ম থেকেও রেডমির নতুন স্মার্টফোন কিনতে পারবেন আপনি ।
রেডমি নোট ১২ সিরিজের ফোনেও যথারীতি ফিচারের কোনো অভাব থাকছে না। ১২০ হার্জ সেট রিফ্রেশ রেট সহ একটি অ্যামোলেড স্ক্রিন দেওয়া হচ্ছে ফোনে। এর সমস্ত ডিভাইসে দেওয়া থাকছে আধুনিক অ্যান্ড্রয়েড ১২- এর সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহককে ২ বছরের জন্য বড় ধরনের অ্যান্ড্রয়েড আপগ্রেড দেওয়া হচ্ছে ফোনের সঙ্গে। সেই সঙ্গে থাকছে ৪ বছরের সিকিউরিটি প্যাচ।