এক মাসের মাইনের টাকায় কিনতে পারবেন Redmi’র নতুন দুটি স্মার্টফোন, সদ্য লঞ্চ হয়েছে বাজারে

শাওমি ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। সংস্থাটি ভারতে দুটি নতুন রেডমি মোবাইল ফোন চালু করেছে। রেডমি ১২ ৫জি এবং রেডমি ১২ ৪জি ফোন ভারতে লঞ্চ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

শাওমি ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। সংস্থাটি ভারতে দুটি নতুন রেডমি মোবাইল ফোন চালু করেছে। রেডমি ১২ ৫জি এবং রেডমি ১২ ৪জি ফোন ভারতে লঞ্চ করেছে কোম্পানি। কম বাজেটের মধ্যে লেটেস্ট ফিচার সহ লঞ্চ করা হয়েছে ফোন দুটি।

Advertisements

রেডমি ১২ ফোরজি ফোনটি দুটি মেমোরি ভ্যারিয়েন্টে ভারতে আনা হয়েছে। এর বেস ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি RAM এর সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যার দাম ৯,৯৯৯ টাকা। অন্যদিকে ফোনটির অন্য ভ্যারিয়েন্টে রয়েছে ৬ জিবি RAM এর সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। এই সেটটির দাম ১১,৪৯৯ টাকা। সংস্থাটি উভয় মডেলের জন্য এক হাজার টাকার অফারও দিচ্ছে। অফারের ফলে ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯৯ টাকা এবং ১০ হাজার ৪৯৯ টাকা।

Advertisements

রেডমি ১২ ফোর জি ফোনটি ৬.৭৯ ইঞ্চি ফুলএইচডি+ পাঞ্চ-হোল এলসিডি স্ক্রিনে ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশনে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লেটি ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। সেই সঙ্গে কর্নিং গরিলা গ্লাস ৩ দিয়েছে কোম্পানি। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 এ কাজ করে নতুন ফোন। প্রসেসিংয়ের জন্য এতে রয়েছে ১২ ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর, যা ২.০ গিগাহার্জ ক্লক স্পিডে চলে। ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Redmi 12

পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১২ ফোর জি ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, এই ফোনটি ফুল চার্জে ২৭ দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। একই সঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির সঙ্গে।

Advertisements