Redmi-র বাম্পার ফোন, শক্তিশালী ক্যামেরার সঙ্গে রয়েছে দুরন্ত প্রসেসর

আপনিও কি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? কিন্তু কোম্পানির ফোন কিনবেন সেটা বুঝতে পারছেন না তাই তো? তবে চিন্তার কোনো কারণ নেই। এই প্রতিবেদনের মধ্যেই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আপনিও কি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? কিন্তু কোম্পানির ফোন কিনবেন সেটা বুঝতে পারছেন না তাই তো? তবে চিন্তার কোনো কারণ নেই। এই প্রতিবেদনের মধ্যেই রয়েছে আপনার সমস্যার সমাধান। কোন ফোন কেনা উচিৎ সে ব্যাপারে আভাস পেয়ে যাবেন আশা করা যায়।

Advertisements

সকলকে টেক্কা দিয়ে আরও একবার দারুণ একটি ফিচারে ঠাসা স্মার্টফোন লঞ্চ করল Redmi। ভালো ক্যামেরা কোয়ালিটি, ভালো ব্যাটারি ব্যাকআপ, একের পর এক ফিচার রয়েছে Redmi-র নতুন এই ফোনের মধ্যে। সেরা ক্যামেরা ফিচার সম্পন্ন স্মার্টফোন Redmi Note 11 বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে মুগ্ধ করবে। যদিও কোম্পানির পক্ষ থেকে অনেক আগেই এই স্মার্টফোনটি বাজারে নিয়ে আসা হয়েছে। কিন্তু এবার এর অফিসিয়াল বিক্রি শুরু হয়েছে। আপনি যদি ২০২৩ সালে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে Redmi Note 11 স্মার্টফোনটি আপনার জন্য আরও ভাল অপশন হতে পারে।

Advertisements

Redmi Note 11-তে আধুনিক প্রযুক্তির সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি দিচ্ছে। এই স্মার্টফোনটি ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। এতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে যা ৯০ হার্জ রিফ্রেশ রেট। এই স্মার্টফোনে ভালো প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী প্রাইমারি ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-হোয়াইট চেঞ্জার এবং একটি ২ মেগাপিক্সেল মাইক্রো সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলিং এর জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রেডমি নোট ১১ স্মার্টফোনের দাম ভারতীয় বাজারে ১১ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়া যদি আপনি কোনও নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে এই স্মার্টফোনটি কিনতে চান তাহলে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

Advertisements