১৯ মিনিটে ফোন ফুল চার্জ! Redmi’র এই ফোন থাকলে আর কি চাই

রেডমির স্মার্টফোন রেডমি নোট ১২ প্রো প্লাসে থাকছে ৮ জিবি ও ১২ জিবি র ্যাম, ২০০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সঙ্গে ১২০…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রেডমির স্মার্টফোন রেডমি নোট ১২ প্রো প্লাসে থাকছে ৮ জিবি ও ১২ জিবি র ্যাম, ২০০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সঙ্গে ১২০ হার্জ ওএলইডি ডিসপ্লে স্ক্রিন। এই ফোনে অ্যান্ড্রয়েড ১২, এমআইইউআই ১৩ অপারেটিং সিস্টেম, ৬.৬৭ ইঞ্চি সাইজের ডিসপ্লে স্ক্রিন, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্টের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি পাওয়া যাবে।

Advertisements

আপনি যদি রেডমি নোট ১৩ প্রো প্লাস কিনতে চান তবে নীচের এই স্মার্টফোনের বাকি ফিচার সম্পর্কে জেনে নিতে পারেন। ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চির বড় ডিসপ্লে এই ফোনের অন্যতম দারুণ ফিচার। এতে রয়েছে ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটির ওএলইডি ডিসপ্লে স্ক্রিন এবং গরিলা গ্লাস।

Advertisements

 

এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকবে। রেডমি নোট ১২ প্রো প্লাসে রয়েছে ২৫৬ জিবি রম ক্যাপাসিটি এবং ৮ জিবি বা ১২ জিবি র ্যাম। মিডিয়াটেক এমটি৬৮৮৬ ডাইমেনসিটি ১০৮০ আল্ট্রা অক্টা কোর প্রসেসর রয়েছে অসাধারণ এই রেডমি ফোনে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, এমআইইউআই ১৩ পাওয়া যাবে এই ফোনে।

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এর সাহায্যে মাত্র ১৯ মিনিটে ১০০% হয়ে যায় ব্যাটারি। রেডমি নোট ১২ প্রো প্লাস পাওয়া যাবে আর্কটিক হোয়াইট, আইসবার্গ ব্লু, অবসিডিয়ান ব্ল্যাক এবং ট্রেন্ড এডিশন রঙে।

Advertisements