Redmi Note 12R : চুপিচুপি নতুন ফোনের আত্মপ্রকাশ, জুনেই শাওমির আরও একটা ধামাকা ফোন লঞ্চ

গত এপ্রিলে স্ন্যাপড্রাগন ৪ জেন ১-এর সঙ্গে ১,৮০০ সিএনওয়াই (২৫০ ডলার/২৩০ ডলার/২০,৫০০ টাকা) মূল্যের রেডমি নোট ১২ আর প্রো প্রকাশ্যে এনেছিল শাওমি। ফোন প্রকাশ করা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

গত এপ্রিলে স্ন্যাপড্রাগন ৪ জেন ১-এর সঙ্গে ১,৮০০ সিএনওয়াই (২৫০ ডলার/২৩০ ডলার/২০,৫০০ টাকা) মূল্যের রেডমি নোট ১২ আর প্রো প্রকাশ্যে এনেছিল শাওমি। ফোন প্রকাশ করা হলেও সারপ্রাইজ তুলে রাখা ছিল কোম্পানির পক্ষ থেকে। কয়েক দিন আগে পর্যন্তও ভ্যানিলা মডেল সম্পর্কে কিছু জানায়নি কোম্পানি। সম্প্রতি রেডমি নোট ১২ আর – এর এই ভেরিয়েবট (২৩০৭৬ আরএ৪বিসি) চায়না টেলিকম ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছে এবং মজার বিষয় হল এতে আরও ভাল চিপসেট দিচ্ছে কোম্পানি।

Advertisements

নতুন দি ফোনটির এসএম ৪৪৫০ চিপটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ ব্র্যান্ড করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ফোনটিতে ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সহ কনফিগার করা যেতে পারে বলে জানা গিয়েছে এবং একটি মাইক্রোএসডি স্লট দেওয়া থাকবে।

Advertisements

ফোনটির স্ক্রিন তুলনামূলকভাবে বড় হওয়ার সম্ভাবনা বেশি। ৬.৭৯ ইঞ্চের এফএইচডি প্লাস ডিসপ্লে ফোনটির অন্যতম আকর্ষণ হতে পারে। ফোন সর্বাধিক ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকতে পারে। সেই সঙ্গে বেসিক মানের একটি ছোট ক্যামেরাও থাকতে পারে।

ফোনটির ওজন হতে পারে মাত্র ১৯৯ গ্রাম। এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি সি টাইপ পোর্ট ছাড়াও ফোনটিতে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। চায়না টেলিকমের মতে, রেডমি নোট ১২আর ৩০ জুন চীনে লঞ্চ হবে। স্টোরেজ স্পেস অনুযায়ী দাম নির্ধারিত হবে দাম। মার্কিন মুদ্রায় ১৫৩ ডলার থেকে ২৫০ ডলার পর্যন্ত দাম উঠতে পারে। ফোনটি মিডনাইট ব্ল্যাক, স্কাই ফ্যান্টাসি এবং টাইম ব্লু এই তিনটি রঙে পাওয়া যাবে।

Advertisements