চাবুক ফিচারের সঙ্গে অবিশ্বাস্য কম দাম, রেডমির এই একটা ফোনেই ঘুরে যাবে বাজার

ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোম্পানির মধ্যে অন্যতম রেডমি। তারা আবারও একটি দুরন্ত ফোন বাজারে আনতে চলেছে বলে জানা গিয়েছে। প্রত্যাশা মতো নতুন এই স্মার্ট ফোনেও…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোম্পানির মধ্যে অন্যতম রেডমি। তারা আবারও একটি দুরন্ত ফোন বাজারে আনতে চলেছে বলে জানা গিয়েছে। প্রত্যাশা মতো নতুন এই স্মার্ট ফোনেও রয়েছে প্রচুর ফিচার। আর দামও কম রাখা হচ্ছে। অনেকে বলছেন যে এই ফিচারের সঙ্গে এতো সস্তায় স্মার্ট ফোন বাজারে আর হয়তো দ্বিতীয়টি নেই। রেডমি কোম্পানির অন্যতম সেরা এই প্রোডাক্ট। ফোনটি ৫জি সাপোর্টেড। এতো কিছু আভাস পাওয়ার পর নিশ্চয় ভাবছেন এর দাম কতো হতে পারে। চিন্তা নেই, আশা করা হচ্ছে কুড়ি হাজারের আশেপাশেই হয়তো ফোনটির দাম করা হচ্ছে।

Advertisements

কথা হচ্ছে রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি সম্পর্কে। অত্যাধুনিক এই স্মার্ট ফোন খুব শিগগিরই ভারতের বাজারে ছাড়া হবে। তবে এই ফোনটি সঠিক কবে ভারতের বাজারে আসবে সে বিষয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। কিন্তু এই ফোন সম্পর্কিত অনেক তথ্য ইন্টারনেটে ইতিমধ্যে রয়েছে। আশা করা হচ্ছে এই ফোনটি আপনি পেতে চলেছেন মাত্র ১৮ হাজার ৫০০ টাকায়।

Advertisements

রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি ফোনে পাবেন ৬.৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যা সম্পূর্ণ সুপার অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট হতে পারে ১২০ এইচডি। ফোনের থাকছে ৫২০০ এমএইচ এর চমৎকার ব্যাটারি। এর সাথে দেওয়া হবে দ্রুত চার্জিংয়ের সুবিধা। এই ফোনে রয়েছে অক্টা কোরের দারুণ প্রসেসর। এর পাশাপাশি আপনি একটি ৭০ জি স্ন্যাপ ড্রাগন প্রসেসর পেয়ে যাচ্ছেন এতো কম দামের মধ্যে। ফোনে নেওয়া থাকবে ৬ জিবির র্যাম ও ১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনের ক্যামেরা কোয়ালিটিও চমৎকার। ফোনটিতে আপনি ১০৮ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পাবেন।

এই ফোনে আপনি ৫জি সিমের পাশাপাশি ফোরজি সিমও ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এতে পাবেন দারুণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে আশা করাই যায়। কুড়ি হাজার এর রেঞ্জের মধ্যে এই ফোন অনেক গ্রাহকেরই মনের মত হতে চলেছে।

Advertisements