দুর্দান্ত ফিচারসের সঙ্গে এতো কম দাম! আরও একটা ধামাকা ফোন রেডমির

ভারতীয় গ্রাহকদের এখন অনেকের প্রথম পছন্দের ব্র্যান্ড হল রেডমি। রেডমির ফোনে যেমন প্রচুর ফিচারস থাকে, তেমনই তুলনায় দাম অনেক কম। তাছাড়া ফোনের মেয়াদ দীর্ঘ দিনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় গ্রাহকদের এখন অনেকের প্রথম পছন্দের ব্র্যান্ড হল রেডমি। রেডমির ফোনে যেমন প্রচুর ফিচারস থাকে, তেমনই তুলনায় দাম অনেক কম। তাছাড়া ফোনের মেয়াদ দীর্ঘ দিনের হয়। অর্থাৎ একবার কিনলে অনেক দিন চলে ফোন, সে দাম যতই কম হোক না কেন। সব মিলিয়ে ভারতীয় গ্রাহকদের রেডমির প্রতি প্রেম থাকার যথেষ্ট কারণ রয়েছে। আগামী দিনে সেটা হয়তো আরো বাড়তে পারে। কারণ আসতে চলেছে Redmi Note 13 Pro Max 5G।

Advertisements

ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন রেডমি আবারও একটি দুর্দান্ত এবং আধুনিক মোবাইল বাজারে ছাড়তে পারে। যদিও এই মোবাইল ফোনে অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তবে এর দাম মধ্যবিত্তের লাগালের মধ্যেই থাকতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই ফিচার দেওয়ার পাশাপাশি এতো কম দাম অন্য কোনো ব্র্যান্ড প্রদান করে কি না বলা দুষ্কর। বলা বাহুল্য বাজারে নতুন আসতে চলা রেডমির এই ফোনটি ৫ জি সাপোর্টেড। ২০ হাজারের নিচে এই স্মার্টফোন দোকানে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

রেডমি কোম্পানি আরও একবার ভারতে একটি দুর্দান্ত ফোন লঞ্চ করতে চলেছে, যদিও এই ফোনটি সম্পর্কিত কোনও অফিসিয়াল তথ্য এখনও জানা যায়নি। তবে এই ফোন সম্পর্কিত অনেক খবর ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। জল্পনা অনুযায়ী ফোনটিতে ফিচারস এর অভাব হবে না। শোনা যাচ্ছে যে এর দাম হতে পারে ভারতীয় মিডিয়ায় ১৮ হাজার ৫০০ টাকা। এই ফোনের ডিসপ্লে ক্যামেরা ও ব্যাটারির কম্বিনেশন খুব ভালো হতে চলেছে।

কেউ যদি বর্তমান বাজারের নিরিখে কুড়ি হাজারের এর নিচে একটি ভালো ৫ জি মোবাইল ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য খুব ভালো প্রমাণিত হতে চলেছে। এই ফোনের ডিসপ্লে থাকতে চলেছে সুপার অ্যামোলেড এবং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ছয় পয়েন্ট সাত ইঞ্চি ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্জ হতে পারে।

এতে অক্টা-কোর প্রসেসর রয়েছে যা ৭২০০০ ড্রাগন এবং এতে ৬ গিগাবাইট ও ১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটি খুব অল্প সময়ের মধ্যে চার্জ হবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারি লাইফ হতে পারে দীর্ঘ। ফোনে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল কার্ড ডেবিট সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল মাইক্রোলেন্স এবং ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Advertisements