রেডমি স্মার্টফোন ভক্তদের জন্য একটি খুব ভাল খবর রয়েছে। আপনি যদি রেডমি নোট ১৩ সিরিজের লঞ্চের জন্য অপেক্ষা করে থাকেন তবে আপনার অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ভারতে ইতিমধ্যে বাজার গরম করছে ফ্ল্যাগশিপ রেডমি নোট ১৩ সিরিজ লঞ্চ করতে চলেছে শাওমি। এ জন্য পুরো প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিরিজে ভক্তরা ২০০ মেগাপিক্সেল ক্যামেরার একটি ফোনও পাবেন।
গত ৪ জানুয়ারি ভারতে রেডমি নোট ১৩ সিরিজ লঞ্চ করেছে শাওমি। এই সিরিজে রেডমি নোট ১৩ ৫জি, রেডমি নোট ১৩ প্রো ৫জি এবং রেডমি নোট ১৩ প্রো+ ৫জি সহ ৩টি নতুন স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। রেডমি নোট ১৩ প্রো+ হবে ৫জি সিরিজের শীর্ষ মডেল।
আপনি যদি শাওমির আসন্ন সিরিজের স্মার্টফোন নেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এটা জেনে রাখা ভালো যে আপনি এটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। রেডমি নোট ১৩ প্রো+ ৫জি ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। ফ্লিপকার্টের তালিকা থেকে এই স্মার্টফোনের ক্যামেরার বিবরণ সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, শাওমি ইতিমধ্যেই চীনের বাজারে রেডমি নোট ১৩ প্রো+ ৫জি লঞ্চ করেছে। এখন ভারতীয় বাজারে এটি চালু হচ্ছে। লঞ্চের আগেই এর ফিচারগুলো প্রকাশ করা হয়েছিল।
রেডমি নোট ১৩ প্রো+ ৫জি ফিচার:
রেডমি নোট ১৩ প্রো+ ৫জি-তে থাকছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। কার্ভড ডিসপ্লে সহ রেডমি নোট ১৩ প্রো+ ৫জি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট পাবে। রেডমি নোট ১৩ প্রো+ ৫জি স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকছে ফোনে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটির রিয়ার সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেল। এতে থাকবে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে প্রতিষ্ঠানটি। রেডমি নোট ১৩ প্রো+ ৫জির ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই ফুল চার্জ করা যাবে।