দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাজারে লঞ্চ করা হয়েছে Redmi Watch 3 Active। ইউরোপিয়ান বাজারে ছাড়া হয়েছে Redmi কোম্পানির একদম লেটেস্ট এই স্মার্ট ওয়াচ। মাসখানেক আগেই এই ঘড়ি বাজারে ছাড়ার জল্পনা উস্কে দিয়েছিল কোম্পানি। সেই জল্পনা এবার শেষ হয়েছে। দুরন্ত লুক দিয়ে লঞ্চ করেছে Redmi Watch 3 Active। ফোনের সঙ্গে যুক্ত করা যাবে এই স্মার্ট ওয়াচ। চলবে অনেক্ষণ, ব্যাটারি লাইফ খুব ভালো বলে জানা গিয়েছে।
প্রোডাক্ট পেজ অনুযায়ী, Redmi Watch 3 Active দুটি রঙে পাওয়া যাবে। একটি ব্ল্যাক ও অপরটি গ্রে কালারের। তবে ব্যবহারকারীরা আলাদাভাবে সবুজ ও হলুদ রঙের স্ট্র্যাপও কিনতে পারবেন বলে আগে কম গিয়েছিল। জার্মানিতে এই ফোনের দাম রাখা হয়েছে €৩৯.৯৯। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী ৩ হাজার ৭০০ টাকা। দাম শুনে আপনারাও কিছুটা কম বলে নিশ্চই মনে হচ্ছে। জার্মানিতে অন্যান্য দেশের তুলনায় দাম সত্যি কিছুটা কম।
Redmi Watch 3 Active ১.৮৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে নিয়ে লঞ্চ করা হয়েছে বাজারে। যা (২৪০×২৮০ পিক্সেল) রেজোলিউশন এবং ৪৫০ নিট পর্যন্ত অ্যাডজাস্টেবল ব্রাইটনেস সাপোর্ট করছে। রেডমি ওয়াচ 3 অ্যাক্টিভ-এ ব্লুটুথ কলিংও রয়েছে। আউটডোর রানিং, ট্রেডমিল, আউটডোর সাইক্লিং, হাঁটা, ট্র্যাকিং সহ ১০০ টিরও বেশি স্পোর্টস মোড পাওয়া যাবে এই ঘড়িতে। এ ছাড়া ব্লাড অক্সিজেন লেভেল সেন্সর এবং হার্ট রেট মনিটরের মতো অনেক হেলথ মনিটরও পাওয়া যাবে এই ঘড়িতে। রেডমি ওয়াচ থ্রি-তে আসবে অ্যাক্টিভ স্লিপ মনিটরিং টেকনোলজি।