বর্তমানে ভারতীয় বাজারে টেলিকমিউনিকেশন সেক্টরে সবগুলো অপারেটরের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে Jio। ভারতীয় এই কোম্পানিটি সবচেয়ে কম দামে ইন্টারনেট সুবিধার পাশাপাশি একাধিক দুর্দান্ত প্ল্যান অফার করছে তার গ্রাহকদের জন্য। ফলে দিনের পর দিন জিও-র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যে 5G ইন্টারনেট সুবিধা প্রদান করা শুরু করেছে এই কোম্পানিটি। তবে বেশিরভাগ মানুষের কাছে 5G ইন্টারনেট সাপোর্ট করে এমন স্মার্ট ফোন না থাকার কারণে এখনও 4G ইন্টারনেটের চাহিদা রয়েছে প্রচুর।
আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে 5G স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। তবে এখনো পর্যন্ত দেশের সব প্রান্তে চালু করা সম্ভব হয়নি এই দ্রুত গতির নেটওয়ার্ক সিস্টেম। ফলে নিজেদের মাসিক রিচার্জ প্ল্যানে সাধারণ মানুষদের জন্য বিশেষ কিছু অফার প্রদান করছে জিও। আজ আমরা আপনাদের Jio-র যে দুর্দান্ত প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি, সেই প্ল্যানটি গ্রহণ করলে আপনি হাই-স্পিড ডেটার সাথে একাধিক সুবিধা ভোগ করতে পারবেন।
বর্তমানে Jio-র গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান উপলব্ধ রয়েছে। তবে আজ আমরা আপনাদের মাসিক 349 টাকার প্ল্যানের সুবিধা গুলো জানাতে চলেছি। আমরা আপনাদের বলি যে, এটাই বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার 2.5GB/Day ডেটা প্ল্যান। এই সুবিধাটি আপনি গ্রহণ করলেন এক মাসের জন্য আনলিমিটেড কল, প্রতিদিন 100SMS এবং প্রতিদিন 2.5GB হাই স্পিড ইন্টারনেট পাবেন। এছাড়া এই প্লানের অধীনে জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema), জিও ক্লাউড (JioCloud) এবং জিও সিকিউরিটি (JioSecurity)-এর মত অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।