Royal Enfield Hunter: সস্তার Hunter বাজারে আসতেই বাজার হারালো Bullet, দেখে নিন নতুন বাইকের অবিশ্বাস্য ফির্চাস

Royal Enfield দ্বারা গত বছর লঞ্চ করা হয়েছিল 350cc-র Hunter। বর্তমানে সেই গাড়িটি বাইক প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন Hunter 350cc হাতে পেয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

Royal Enfield দ্বারা গত বছর লঞ্চ করা হয়েছিল 350cc-র Hunter। বর্তমানে সেই গাড়িটি বাইক প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন Hunter 350cc হাতে পেয়ে ভুলতে বসেছে Royal Enfield Bullet-এর নাম। এমনকি গত বছরের তুলনায় বিশেষভাবে বিক্রি কমেছে Royal Enfield Bullet-এর। শুধু বুলেটকে নয়, নতুন হান্টার পেছনে ফেলেছে ভারতের বাজারে একাধিক স্পোর্টস বাইক কেও।

Advertisements

যদি রয়্যাল এনফিল্ড বাইকের বিক্রির কথা বলি, তবে গত মাসে ক্লাসিক 350 মডেলের বাইকটি বিক্রি হয়েছিল 24,466 ইউনিট। যেখানে 10,824 ইউনিট বিক্রি করে দুই নম্বরে উঠে এসেছে হান্টার। তবে ইতিপূর্বে এই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল রয়েল এনফিল্ড বুলেট। তবে বর্তমানে হান্টারের দুর্দান্ত ফির্চাস বুলেটকে পেছনে ফেলে মানুষের প্রধান পছন্দ হয়ে উঠেছে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে রয়েল এনফিল্ড হান্টার 350cc-র বাইকের মধ্যে সবচেয়ে সস্তার। Royal Enfield ভারতীয় বাজারে তিনটি ভেরিয়েন্টে হান্টার 350cc বিক্রি করে। এতে ফ্যাক্টরি (কালো এবং সিলভার), ড্যাপার (ধূসর, অ্যাশ এবং সাদা) এবং লাল, কালো এবং নীল মিক্সড বিকল্প রয়েছে। যদি দামের কথা বলি, তবে রয়েল এনফিল্ড হান্টারের দাম নির্ধারিত হয় এর কালারের উপর ভিত্তি করে। বর্তমানে দিল্লির এক্স শো-রুমে ফ্যাক্টরি ভেরিয়েন্টের দাম 1,49,900 টাকা, ড্যাপার ভেরিয়েন্টের দাম 1,66,900 টাকা এবং টপ-এন্ড রেবেল মডেলের দাম 1,71,900 টাকা৷ 

Advertisements