চলে এলো বড় আপডেট, এই দিন লঞ্চ হতে চলেছে Royal Enfield ইলেকট্রিক বাইক

অপেক্ষার কথা শেষ করে অবশেষে Royal Enfield ইলেকট্রিক বাইক নিয়ে বড়সড় ঘোষণা করল সংস্থা। কবে নাগাদ দেশের রাস্তায় ইলেকট্রিক বাইক দেখা যাবে সে প্রসঙ্গে চলে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

অপেক্ষার কথা শেষ করে অবশেষে Royal Enfield ইলেকট্রিক বাইক নিয়ে বড়সড় ঘোষণা করল সংস্থা। কবে নাগাদ দেশের রাস্তায় ইলেকট্রিক বাইক দেখা যাবে সে প্রসঙ্গে চলে এলো আপডেট। আজকের নিবন্ধে আমরা আপনাদের Royal Enfield ইলেকট্রিক বাইকের লঞ্চের তারিখ, দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরুতেই গাড়িটির নতুন আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক-

Advertisements

ইলেকট্রিক বাইক নির্মাণের ওপর জোর দিয়ে Royal Enfield কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল বলেছেন, এটি তাদের কোম্পানির জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে। ইলেকট্রিক গাড়ি নির্মাণ খাতে আগামী বেশ কয়েক বছরের মধ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে রয়েল এনফিল্ড। যার ফলে, ইলেকট্রিক গাড়ি নির্মাণ শিল্পটি দীর্ঘস্থায়ী হবে। রয়েল এনফিল্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, বর্তমানে ইলেকট্রিক প্রোটোটাইপ গাড়িটিতে বিশেষভাবে পরীক্ষণ এবং পর্যবেক্ষণ চলছে। কৃত্রিম উপায়ে স্পিকার ব্যবহার না করে গাড়িটির শব্দ অক্ষুন্ন রাখার প্রচেষ্টা চলছে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, গাড়িতে যে প্রোটোটাইপ প্রকাশ্যে এসেছে, তাতে একাধিক খামতি রয়েছে। যাতে শক্তিশালী এই গাড়িটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য বিশেষভাবে কাজ করছে সংস্থাটির কর্মকর্তারা।
তবে দুর্দান্ত এই বাইকের দাম এবং কি কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানিটির কর্মকর্তারা। মনে করা হচ্ছে, 2025 সালের শেষ লগ্নে ভারতসহ বিশ্বের 60টি দেশে ইলেকট্রিক রয়েল এনফিল্ড লঞ্চ করা হবে।

Advertisements