একবার চার্জ দিলেই দৌড়বে ১৫০ কিমি! মধ্যবিত্তের পকেটের মসিহা এই ভারতীয় কোম্পানি

বাইক, মোপেড, স্কুটার - দুই চাকার সেগমেন্টে রয়েছে আলাদা ডেডিকেটেড ফ্যানবেস। নব্বইয়ের দশকে যখন প্রথম স্কুটার লঞ্চ হয়েছিল তখন শুরুর দিকে অনেকেই সেই বাহনকে বিশেষ…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

বাইক, মোপেড, স্কুটার – দুই চাকার সেগমেন্টে রয়েছে আলাদা ডেডিকেটেড ফ্যানবেস। নব্বইয়ের দশকে যখন প্রথম স্কুটার লঞ্চ হয়েছিল তখন শুরুর দিকে অনেকেই সেই বাহনকে বিশেষ গুরুত্ব দেননি প্রথমে। পরে সাধারণ বাইকের পাশাপাশি মার্কেট দখল করতে শুরু করল স্কুটার। হোন্ডার পাশাপাশি ভারতের স্কুটার মার্কেট ক্যাপচার করার জন্য এগিয়ে এসেছে আরও অনেক কোম্পানি। পেট্রোল ভেরিয়েন্টের সঙ্গে এখন বেরিয়েছে ই স্কুটার। অর্থাৎ ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব স্কুটার। সম্প্রতি সময়ে মেড ইন ইন্ডিয়া স্লোগান বেশ জোর পেয়েছে। সুবিধা হচ্ছে ভারতীয় কোম্পানিগুলোর। উৎসাহের সঙ্গে নতুন নতুন উদ্ভাদনা বাজারে আসছে আমজনতার কাছে। চার চাকা, বাইক ইত্যাদির পাশাপাশি ইলেকট্রিক স্কুটার সেগমেন্টেও মেড ইন ইন্ডিয়া স্লোগানের জয়জয়কার।

Advertisements

হায়দরাবাদ ভিত্তিক দুই চাকার গাড়ি নির্মাতা কোম্পানি পিউর ইভি। ভারতীয় বাজারে তারা একটি নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। নতুন ই-স্কুটারটির নাম রাখা হয়েছে পিউর ইভি ইপ্লুটো ৭জি প্রো। দাম শুনলে অনেকেই হয়তো অবাক হবেন – এক্স শোরুম প্রাইস স্টার্ট হচ্ছে ৯৪ হাজার ৯৯৯ টাকা থেকে। ইতিমধ্যে নতুন ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক গ্রাহকরা দেশের যে কোনও পিউর ইভি ডিলারশিপ থেকেও এই ই-স্কুটারটি বুক করিয়ে রাখতে পারবেন। ২০২৩ সালের মে মাসের শেষের দিকে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

ভারতের দুইরকম ক্রেতার কথা মাথায় রেখেছেন নির্মাতারা। আধুনিক ফিচারের সঙ্গে রাখা হয়েছে রেট্রো কম্বিনেশন। লেটেস্ট পিউর ইভি ইপ্লুটো ৭জি ই-স্কুটারে রেট্রো লুক দেওয়া হয়েছে। স্কুটারে থাকবে গোল এলইডি ডিআরএল। সেই সঙ্গে আলাদাভাবে থাকছে রাউন্ড হেডল্যাম্প। ম্যাট ব্ল্যাক, গ্রে বা ধূসর এবং হোয়াইট বা সাদা, এই তিনটি রঙে নতুন ইলেকট্রিক স্কুটারটি বাজারে আনতে চলেছে ভারতীয় এই কোম্পানি।

ইপ্লুটো ৭ জিতে ইন্সটল থাকছে এআইএস ১৫৬ বিশিষ্ট ৩.০ কিলোওয়াট ব্যাটারি। সেই সঙ্গে স্কুটারের পর্যাপ্ত শক্তি উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে ১.৫ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার একবারের চার্জে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। স্কুটারটিতে ৩ টি রাইডিং মোড রয়েছে। মাইলেজ অনেকটা নির্ভর করবে চালক এবং মোডের ওপর। পিউর ইভির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রোহিত ওয়াধেরা জানিয়েছে, এটি কোম্পানির সর্বাধিক বিক্রিত ৭জি মডেলের আপগ্রেড ভার্সন। সিইও রোহিত ভাদেরা জানিয়েছেন, ইপ্লুটো ৭জি প্রো ই-স্কুটার লঞ্চের আগে ৫ হাজারেরও বেশি মানুষ এর বিষয়ে জানতে চেয়েছিলেন। আশা করা হচ্ছে যে লঞ্চের এক মাসের মধ্যে দুই হাজারের বেশি অর্ডার পেয়ে যাবে কোম্পানি।

Advertisements