10% সুদ দিচ্ছে SBI! বাড়তি অর্থ লাভের ব্যাপারে বড় আপডেট

বাড়ির বড়দের মুখে শোনা যায়, এক সময় ব্যাংক থেকে পাওয়া যেত মোটা হারে সুদ। এখন সুদের হার অনেকটাই কমেছে। তবে সোনালী দিনের আভা ফের ফিরতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাড়ির বড়দের মুখে শোনা যায়, এক সময় ব্যাংক থেকে পাওয়া যেত মোটা হারে সুদ। এখন সুদের হার অনেকটাই কমেছে। তবে সোনালী দিনের আভা ফের ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। দেশের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) নাকি অফার করতে পারে ১০ শতাংশ সুদ! সম্প্রতি কিছু রিপোর্টে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। ফিক্সড ডিপোজিটের ওপর পাওয়া যেতে পারে দারুণ সুদের হার।

Advertisements

সম্প্রতি দেশের অন্যতম বেসরকারি ব্যাংক HDFC তাদের গ্রাহকদের জন্য উচ্চ হারে সুদ দেওয়ার কথা ঠিক করেছে। দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে রয়েছে উচ্চ হারের সুদের সুবিধা। এছাড়াও একটি ছোটো ফাইন্যান্স ব্যাংকের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সুসংবাদ। জানা গিয়েছে, সম্প্রতি একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫ বছরের ফিক্সড ডিপোজিট (এফডি) – এর উপর ৯.৬ শতাংশ এবং অন্যদের জন্য ৯.১ শতাংশ সুদের হার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

Sbi

SBI বছর কয়েক আগে ১০ শতাংশের বেশি সুদ দিয়ে এসেছে। ২০০৮ সালের ১৬ আগস্ট থেকে ১ অক্টোবর ২০০৮ তারিখ পর্যন্ত স্টেট ব্যাংক অফার করেছিল ১০ শতাংশ সুদ। পরে সেটা ক্রমে হ্রাস পেতে শুরু করেছিল। এখন স্টেট ব্যাংকে সুদের হার ৬.৮ শতাংশ।

উক্ত সময়ে দেশের বৃহত্তম এই ব্যাংক ১০০০ দিনের ফিক্সড ডিপোজিটের ওপর দিয়েছিল ১০.৫ শতাংশ হারে সুদ। ২০০৮ সাল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটের ওপর অনেকবার ৯ শতাংশের বেশি হারে দিয়েছিল সুদ। সম্প্রতি ৭.১ শতাংশের বেশি হারে সুদ দেয়নি ব্যাংক। বর্তমানে অমৃত কলস ডিপোজিট স্কিমে সর্বোচ্চ ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

 

Advertisements