সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কতই না ভিডিও ভাইরালের তকমা হাসিল করে নেয়। তেমন একাধিক ভিডিও সমালোচনার শীর্ষস্থান দখল করে। তবে নেট পাড়ায় ছোট্ট শিশুদের ভিডিও সর্বদাই মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সম্প্রতি ঠিক এমনি ঘটনা ঘটেছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। একটি ছোট্ট শিশুকে মারাঠি গানে অসাধারণ এক্সপ্রেশন সহ নাচতে দেখা গেছে। ভিডিওটি নেট প্রেমিকদের এতটাই দৃষ্টি আকর্ষণ করেছে যে, ইতিমধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি।
যদি ওই ছোট্ট শিশুর কথা বলি তবে ভিডিওটি দেখলে আপনি দেখতে পাবেন, একটি বছর চারেকের বালক স্কুল ড্রেস পরে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। একটি মারাঠি গান বেজে উঠলে ছেলেটি অসাধারণ ভঙ্গিতে নাচতে শুরু করে। তার দুর্দান্ত এক্সপ্রেশন এবং মিষ্টি হাসি পাগল করে তুলেছে নেটিজেনদের।
যদি ভিডিওটির কথা বলি, তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে amol__lengare নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে এখনো পর্যন্ত 4 লাখ 26 হাজার মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি লাইক করেছেন কয়েক হাজার মানুষ। এক নেট ব্যবহারকারী ছেলে কর্মকান্ডে মুগ্ধ হয়ে লিখেছেন,’অসাধারণ’। অন্য একজন লিখেছেন,’সুপার ডুপার হিরো।’







