বাতিল হচ্ছে একের পর এক ট্রেন। প্রভাবিত হতে চলেছে হাওড়া স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। যারা ট্রেনে রোজ যাতায়াত করেন তাদের জন্য সমস্যা আরো বেশি হতে পারে। কারণ হাওড়া থেকে ছেড়ে যাওয়া ব্যস্ত রেল পথেই পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
কেন বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা?
জানা গিয়েছে, রাস্তার উপর সেতু নির্মাণের কাজ চলবে। সে কারণে নিরাপত্তার জন্য বন্ধ রাখা হবে ট্রেন পরিষেবা। তবে এটা সাময়িক। কাজ মিটে গেলে পরিষেবা আবার আগের মতো হয়ে যাবে। হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রাম স্টেশনের উপর একটি ব্রিজ তৈরি করার কাজ হবে। অনেক সময় রাস্তা পারাপার করার জন্য রেল পথ ব্যবহার করেন সাধারণ মানুষ। যার ফলে রেল চলাচলেও মাঝে মধ্যে পড়ে প্রভাব। থাকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। সেই সমস্যা যাতে আগামী দিনে না ঘটে সে জন্য নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।
২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত কাজ চলবে প্রায় দুই স্টেশনের মাঝে। প্রায় এক মাস সময় ধরবে চলবে এই কাজ। এই সময়কালে স্টেশন দুটির মাঝে থাকা লেভেল ক্রসিংগুলি খোলা থাকবে। দরকার পড়লে বন্ধ করে দেওয়া হবে ট্রেনের পাওয়ার। কোন কোন ট্রেনের পরিষেবা ব্যহত হচ্ছে?
০৩০৫২ ডাউন বর্ধমান লোকাল- জুলাই মাসের ২০, ২২, ২৭, ২৯ এবং আগস্ট মাসের ৩, ৫ তারিখ। একই সময়ে বন্ধ থাকবে ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকাল।

০৩০৫১ আপ বর্ধমান লোকাল- জুলাই মাসের ২১, ২৬, ২৮ এবং আগস্ট মাসের ২, ৪, ৬ তারিখ। একই সময়ে প্রভাবিত হবে ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল।







