জোর ধাক্কা খেতে চলেছেন, কার্ডের নিয়ম বদল করে দিচ্ছে ব্যাঙ্ক

আপনার কাছেও কি ক্রেডিট কার্ড আছে? আপনিও কি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে শপিং করতে ভালোবাসেন? তাহলে এই খবরটি রইল আপনার জন্য। আপনার কাছেও যদি অ্যাক্সিস…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আপনার কাছেও কি ক্রেডিট কার্ড আছে? আপনিও কি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে শপিং করতে ভালোবাসেন? তাহলে এই খবরটি রইল আপনার জন্য।

Advertisements

আপনার কাছেও যদি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে এই ব্যাঙ্কের নয়া নিয়মের জেরে আপনি জোর ধাক্কা খেতে চলেছেন। কারণ এই ব্যাঙ্ক নিজেদের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করেছে।

Advertisements

আগামী ১২ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। যারা অনলাইনে শপিং করার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতেন তাঁরা কিছুটা হলেও ঝটকা খাবেন। এর আগে Flipkart এবং Myntra-তে লেনদেনে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেত।

যদিও এখন থেকে ফ্লাইট, হোটেল পেমেন্ট, কেনাকাটায় পাওয়া যাবে মাত্র ১.৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক। আগে বছরে ২ লক্ষ টাকা খরচ করার ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল, এখন এই সীমা বাড়িয়ে ৩,৫০,০০০ টাকা করা হয়েছে।

Credit card

সরকারি পরিষেবা, জ্বালানি খরচ, ফ্লিপকার্ট এবং মিন্ত্রাতে গিফট কার্ড কেনাকাটা, ইএমআই লেনদেন, ওয়ালেট লোডিং, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষাগত পরিষেবা, ভাড়া পরিশোধ ইত্যাদির জন্য করা অর্থ ক্যাশব্যাকের যোগ্য হবে না।

অ্যাক্সিস ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৩ সালের ১২ অগাস্ট থেকে এই পরিবর্তন কার্যকর হবে। আপনি যদি আপনার বার্ষিক ফি ৫০০ টাকা মকুব করতে চান তবে এখন আপনাকে অনেক বেশি ব্যয় করতে হবে। এর আগে ফি মকুব পেতে আপনাকে বছরে কমপক্ষে ২ লক্ষ টাকা খরচ করতে হত। এখন অ্যাক্সিস ব্যাঙ্ক এই ন্যূনতম সীমা বাড়িয়ে ৩.৫ লক্ষ টাকা করেছে।

Advertisements