ঝড়ের গতিতে ছুটবে স্কুটার, ভারতীয় কোম্পানিই করল বিপ্লব

সিম্পল এনার্জি মে মাসে তাদের বৈদ্যুতিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চ করেছে। সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা আগের থেকে বেড়েছে। স্কুটারের দাম বড় গাড়ির…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সিম্পল এনার্জি মে মাসে তাদের বৈদ্যুতিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চ করেছে। সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা আগের থেকে বেড়েছে। স্কুটারের দাম বড় গাড়ির থেকে এমনিতে কম। তাই অনেকেই পকেটের খরচ বাঁচাতে স্কুটার কিনতেই বেশি পছন্দ করেন। সেই সঙ্গে ভালো কিছু ফিচার অ্যাড করা থাকলে ক্রেতাদের আকর্ষণ করার কাজ আরও একটু সহজ হয়ে যায়।

Advertisements

সংস্থাটি ইতিমধ্যে তাদের বৈদ্যুতিক স্কুটার বিক্রি করার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে বলে জানা গিয়েছে। দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। ১.৪৫ লক্ষ টাকার প্রাথমিক মূল্যে এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে সিম্পল এনার্জি সংস্থা। এই স্কুটার নির্মাতা সংস্থাটি মূলত বেঙ্গালুরু ভিত্তিক। সিম্পল এনার্জি কোম্পানি দাবি করেছে যে তাদের নতুন এই বৈদ্যুতিক স্কুটারটি অন্যান্য শহরেও বিক্রয়ের জন্য উপলব্ধ করা হবে।

Advertisements

উল্লেখ্য, সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটি ২০২১ সালের আগস্টে উন্মোচন করা হয়েছিল। যার পরে সংস্থাটি উৎপাদন করতে সময় নিয়েছিল প্রায় ২ বছর। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার চালু হওয়ার পর ১ লক্ষেরও বেশি বুকিং এসেছে বলে খবর পাওয়া গিয়েছে। সিম্পল ওয়ান বৈদ্যুতিক স্কুটার দ্রুততম বৈদ্যুতিক স্কুটারগুলির মধ্যে একটি। যা মাত্র ২.৭৭ সেকেন্ডে ঘণ্টায় ০ থেকে ৪০ কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে এর উচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার।

এতে একটি ৫ কিলোওয়াট ব্যাটারি দেওয়া হচ্ছে, যা একবার ফুল চার্জ করলে ২১২ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এই স্কুটারে একটি পিএমএস মোটর দেওয়া রয়েছে, যা ৭২ নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক এবং ১১.৩ বিএইচপি পাওয়ার উৎপাদন করতে সক্ষম। স্কুটারটি চার্জ করার জন্য একটি ৭৫০ ভোল্টের চার্জার দেওয়া হবে। যা ৫ ঘণ্টা ৫৪ মিনিটে ০ থেকে ৮০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। ভবিষ্যতে ১৬০ থেকে ১৮০টি ডিলারশিপের মাধ্যমে দেশের ৪০ থেকে ৫০টি শহরে বিক্রয় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Advertisements