বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কতইনা ভিডিও ভাইরাল হয় চোখের পলকে। তার মধ্যে কোন কোন ভিডিও মানুষের প্রশংসা অর্জন করে, আবার কিছু ভিডিও মানুষের সমালোচনার শিকার হয়। সম্প্রতি কয়েক সেকেন্ডের একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। ভিডিওটি 11 এপ্রিল ইনস্টাগ্রাম ব্যবহারকারী @amar_drayan পোস্ট করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 7 হাজার মানুষ লাইক করেছেন।
বর্তমানে ভারতসহ প্রত্যেকটি দেশের নিউক্লিয়ার পরিবারের সদস্য হয়ে উঠেছে একটি গাড়ি। পরিবারে গাড়ির সংখ্যা বাড়লেও বাড়েনি পার্কিংয়ের জন্য স্পেস। ফলে পার্কিংয়ের জন্য অন্যের সাথে ঝগড়া করতেও পিছুপা হন না গাড়ির মালিকেরা। তবে সম্প্রতি যে ভিডিওটি ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে পার্কিংয়ের জন্য মানুষের অসাধারণ প্রতিভার পরিচয় দেখা গেছে।
ইনস্টাগ্রামের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সোসাইটিতে নিজের গাড়ি পার্কিংয়ের জন্য অসাধারণ উপায় খুঁজে বের করেছেন ওই সোসাইটির মানুষেরা। নিজের গাড়ির নম্বার প্লেটের সাথে মিল রেখে একটি নম্বর প্লেট তৈরি করে নিজের পার্কিং স্থানে টাঙিয়ে রেখেছেন তারা। এর ফলে একজনের নম্বর প্লেট থাকা স্থান সুরক্ষিত থাকছে অন্যজনের পার্কিংয়ের হাত থেকে। ফলে, পার্কিংয়ের জন্য ফাঁকা স্পেস খোজার হাত থেকে রক্ষা পাচ্ছেন ওই সোসাইটিতে বসবাসরত সকল নাগরিক। যে ব্যক্তি এই অসাধারণ ভিডিওটি শেয়ার করেছেন, তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পার্কিংয়ের অনন্য ধারণা।’