বাজাজ মোটর কোম্পানির অন্যতম বিখ্যাত বাইক Bajaj Pulsar 135। ভারতীয় বাজারে জনপ্রিয় এই বাইক এবার ১৩৫ সিসিতেও পাওয়া যাবে। আসলে সম্প্রতি বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যেনবাজাজ একটি নতুন মোটরসাইকেল নিয়ে কাজ শুরু করেছে। এই সম্ভাবনা প্রকাশ্যে আসার পর অনেকের অনুমান যে এটি আসলে Bajaj Pulsar 135 CC। তবে এই মুহূর্তে এ বিষয়ে কিছু জানায়নি কোম্পানি। তবে মনে করা হচ্ছে যে বাইকটির ডিজাইন খাতায় কলমে প্রস্তুত হলেই বাজাজ নিজে থেকে এই ঘোষণা করবে।
নতুন Bajaj Pulsar এ ডিজাইনের পাশাপাশি ফিচারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এই বাইকটিতে একটি ১৩৪.৭ সিসি BSVI P2 ইঞ্জিন দেখতে পাওয়া যেতে পারে। যা এয়ার কুল্ড সিস্টেমের সাথে আসতে পারে। একই সাথে বাইকের উভয় টায়ারে ডিস্ক ব্রেকের দেওয়া হতে পারে। এই বাইকটি কম বেশি লিটার প্রতি ৫০ কিমি যেতে পারবে বলে ইতিমধ্যে ধারণা করা হচ্ছে। আর এতে হয়তো প্রায় ৫০ লিটারের একটি ফুয়েল ট্যাংক দেখা যেতে পারে।
কিছু বিশেষ ফিচারের কথা মাথায় রেখে বাজাজ কোম্পানি এবিএস সিস্টেম, মোবাইল কানেক্টিভিটি, এলইডি টেল লাইট এবং ডিজিটাল ফুয়েল গেজ দিতে পারে। একই সঙ্গে স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ট্যাকোমিটার এবং ইঞ্জিন অফ বাটনের মতো আরও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। বাজাজ পালসার ১৫০ এর দামের সমান হতে পারে Bajaj Pulsar 135 এর দাম। অর্থাৎ এর প্রাথমিক এক্স-শোরুম মূল্য হতে পারে প্রায় ১.৫০ লক্ষ টাকা। ২০২৫ সালের শেষ নাগাদ এটি লঞ্চ করা হতে পারে বলে অনুমান।