হাজারো তরুণ ক্রিকেটারের মধ্যে নক্ষত্র হিসেবে দেখা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় 11 বছর আগে। তবু আজও নিজের চিরাচরিত স্বভাব ভোলেননি প্রাক্তন বিসিসিআই সভাপতি। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে তার দল খেলতেন আমার পূর্বে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চোখ ধাঁধানো ব্যাটিং করতে দেখা গেল সৌরভ গাঙ্গুলীকে।
দিল্লি ক্যাপিটালস শিবির তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে সেই পুরনো ছন্দে তাঁর চোখ ধাধানো স্টেপ-আউট করে এসে ছক্কা মারা দেখল ক্রিকেট বিশ্ব। শুধু ছক্কাতে সীমাবদ্ধ নয়, স্টেপ আউট করে চার মারা থেকে শুরু করে ব্যাক ফুটে গিয়ে ডিফেন্স, সবই করলেন সৌরভ গাঙ্গুলী। আমরা আপনাদের জানিয়ে রাখি, সৌরভ গাঙ্গুলী তার ক্যারিয়ারে অনেক বোলারের বলকে স্টেপ আউট করে এসে ছক্কা মেরেছেন। এবারও তিনি স্টেপ-আউট করে এসে পুরনো ছন্দে বল মাঠের বাইরে পাঠালেন। যে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Dada coming down the ground and turning back the clock 😍
🎥 | Don't miss out on seeing the legend bat again 🤩#YehHaiNayiDilli #IPL2023 #DCAllAccess | @SGanguly99 pic.twitter.com/vYO1oLbQEn
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2023
আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। উল্লেখ্য আইপিএলে দিল্লি দলের গুরুত্বপূর্ণ পদে এই প্রথম নয়, বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পূর্বে 2018 সালের আইপিএলে দিল্লির মেন্টর হিসাবে যোগ দেন তিনি। বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর চলতি বছর ফের তিনি আইপিএলে দিল্লি ফ্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এই মুহূর্তে আইপিএলে তার দল মোটেও ছন্দে নেই। 9 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে একেবারে শেষে রয়েছে তার দল।