আপনি যদি এই মুহূর্তে একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চাইছি, কিভাবে OnePlus-এর 40,000 হাজার টাকার ফোন মাত্র 14,000 টাকায় ক্রয় করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই অফারটি নিয়ে এসেছে ‘অ্যামাজন ব্লকবাস্টার ভ্যালুডে সেল’। অনলাইনের এই অফারটি গ্রহণ করলে আপনি একটি দুর্দান্ত স্মার্টফোনের মালিক হতে পারবেন মাত্র হাতে গোনা কয়েক হাজার টাকা খরচ করে। চলুন, সেলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
উল্লেখ, OnePlus 11R 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। দুটির ক্ষেত্রেই আপনি অ্যামাজনের 25,000 টাকার পূর্ণ ডিসকাউন্ট পাবেন। আজ আমরা এই নিবন্ধে দুর্দান্ত এই ফোনটির বেস ভেরিয়েন্টের কথা আলোকপাত করতে চলেছি। যদি এই ফোনটির কথা বলি, সে ক্ষেত্রে OnePlus 11R 5G ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। নতুন এই ফোনটির এই মুহূর্তে দাম রয়েছে 39,998 টাকা।
অ্যামাজনের এক্সচেঞ্জ অফারটি গ্রহণ করে আপনি একনিমেষেই ফোনটিতে 25,000 টাকা ছাড় পাবেন। তবে এই এক্সচেঞ্জ অফারটি পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হলে আপনাকে একটি ভালো অবস্থায় থাকা ফোন দিতে হবে কোম্পানিকে। সে ক্ষেত্রে ফোনটিতে কোনরকম ক্রাশ বা অন্য ধরনের সমস্যা থাকলে সম্পূর্ণভাবে এই অফারটির সুবিধা নিতে পারবেন না। তাছাড়া এই ফোনটিতে আপনি 1,000 টাকার ব্যাংক অফারও পাবেন।
যদি দুর্দান্ত এই ফোনটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে এই ফোনটি 6.74 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে বাজারে উপলব্ধ রয়েছে। পাশাপাশি ফোনটি 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 16GB RAM ও 256GB স্টোরেদের সাথে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত এই ফোনে 100W-এর ফাস্ট চার্জিং সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাছাড়া 50 মেগাপিক্সেলের বিশাল ক্যামেরা দেওয়া রয়েছে ফোনটির ব্যাক সাইডে। পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।