সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। ২০১৫ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচারাভিযানের আওতায় সারা দেশে এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পটি বিশেষভাবে মেয়েদের জন্য পরিকল্পনা করা হয়েছে। এই স্কিমটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নামেও পরিচিত। সুকন্যা সমৃদ্ধি যোজনা হল মেয়েদের বিয়ে, শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় প্রকল্প। এর মধ্যে মেয়েদের বাবা-মা যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতি বছর সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মেয়ের ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত জমা করা অর্থ সুদ সহ কন্যা সন্তানের বাবা-মাকে দেওয়া হয়। মেয়েদের বাবা-মা কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ১৫ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে।
প্রকল্প সম্পর্কে জরুরি কিছু তথ্য:-
•এই প্রকল্পের সময়কাল সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মেয়েটির ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত।
•সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ কন্যা সন্তানের ২১ বছর বয়স পর্যন্ত। কিন্তু এই স্কিমের আওতায় শুধুমাত্র প্রথম ১৫ বছরের জন্য টাকা জমা দিতে হবে।
•২১ বছর বয়সের আগে যদি কন্যা সন্তানের বিয়ে হয়ে যায়, তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কন্যা সন্তানের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এবং কন্যা সন্তানের বাবা-মা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
•এই প্রকল্পের অধীনে জমা করা অর্থের উপর কোনও কর নেই।
•প্রয়োজনীয় কাগজপত্র- আধার কার্ড, সন্তান ও বাবা-মায়ের ছবি, মেয়ের জন্ম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণ, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
কীভাবে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলবেন:-
প্রথমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিকটতম শাখায় যেতে হবে। ফর্ম ফিল আপ করে আবেদনপত্র ব্যাংকে জমা দিতে হবে। নিজের কাছেও এক কপি জেরক্স করে রেখে দেওয়া ভালো। সংযুক্ত নথিগুলি ব্যাংক যাচাই করবে। এরপর সুকন্যা যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ২৫০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সুবিধাভোগীকে ব্যাংক কর্তৃক একটি পাসবুক দেওয়া হবে। যার মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারকে ১৫ বছরের জন্য টাকা জমা দিতে হবে।