প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে নিত্য নতুন ফির্চাস যুক্ত হচ্ছে স্মার্টফোনে। আর এই অগ্রগতির সাথে তাল মিলিয়ে একের পর এক ধাসু ফোন লঞ্চ করছে বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। অ্যান্ড্রয়েড ফোনের শুরুতে নিজেদের ভুল সিদ্ধান্তে প্রায় লুপ্ত হওয়া কোম্পানিটি আজ বিশ্ব বাজার দখলের লড়াইয়ে রীতিমতো বাকি সব কোম্পানিকে পেছনে ফেলেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া নিজেদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের নতুন স্মার্টফোন Nokia 7610 Prime 5G বৈশিষ্ট্যের দিক থেকে পেছনে ফেলবে iPhone কে। আজ এই নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
প্রথমেই আমরা আপনাদের Nokia 7610 Prime 5G স্মার্টফোনের দুর্দান্ত ক্যামেরা সম্পর্কে যদি বলি, তবে এতে 108MP+48MP+12MP-র ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্য করা যাবে। পাশাপাশি সেলফি তোলার জন্য এবং ভিডিও কলিং এর জন্য এতে 32MP+32MP ডাবল ক্যামেরা সেন্সর লক্ষ্য করা যাবে। শুধু এখানেই শেষ নয়, দুর্দান্ত এই স্মার্টফোনে 7.6 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে লক্ষ্য করা যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যা 4K পিক্সেল রেজোলিউশন সমর্থন করতে সক্ষম হবে।
Android 13 ভিত্তিক Nokia 7610 Prime 5G স্মার্টফোনের স্টোরেজ সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও। কোম্পানির তরফ থেকে এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের দুর্দান্ত এই স্মার্টফোনটি 12GB RAM এবং 256GB/512GB স্টোরেজে উপলব্ধ থাকবে বাজারে। দুর্দান্ত এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে 7,200mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক সহ দুর্দান্ত এই স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি Nokia।