Nokia Wings 2023 Space: 12GB RAM সহ 8,500mAh ব্যাটারি! অবিশ্বাস্য ফির্চাস সহ দুর্দান্ত ফোন লঞ্চ করলো Nokia

পৃথিবীর অন্যতম সেরা স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া বিগত কয়েক বছর ধরে একের পর এক দুর্দান্ত মডেলের ফোন উপহার দিয়ে চলেছে তাদের গ্রাহকদের জন্য। বেশ কয়েক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পৃথিবীর অন্যতম সেরা স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া বিগত কয়েক বছর ধরে একের পর এক দুর্দান্ত মডেলের ফোন উপহার দিয়ে চলেছে তাদের গ্রাহকদের জন্য। বেশ কয়েক বছর আন্তর্জাতিক মার্কেট থেকে একপ্রকার বিলুপ্ত হয়ে যাওয়া এই কোম্পানিটি বর্তমানে স্মার্টফোনপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিক কথা বজায় রেখে সম্প্রতি আরও একটি দুর্দান্ত মডেলের 5G স্মার্ট ফোন লঞ্চ করেছে। এদিকে ফোনটির অবিশ্বাস্য ফির্চাস গ্রাহকদের কাছে প্রধান আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, বাজারের সেরা স্মার্টফোন Nokia Wings 2023 Space-এর দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-

Advertisements

বাজারের সেরা এই স্মার্টফোনটি ইতিমধ্যে নিজের দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে সাড়া ফেলে দিয়েছে। আমরা যদি আপনাদের ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.9 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা কার্নিং গরিলা গ্লাসের প্রটেকশন সহ বাজারে আসে। এছাড়া ফোনটিকে স্মুথ ভাবে চলার জন্য এতে Qualcomm Snapdragon 8+ Gen 1-এর শক্তিশালি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুর্দান্ত এই ফোনে 12GB RAM সহ 256GB/512GB storage পেতে চলেছেন গ্রাহকরা।

Advertisements

দুর্দান্ত এই ফোনটির ধাসু ক্যামেরাও গ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। যদি এই ফোনের ক্যামেরা সেট-আপ সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে এতে 108MP প্রাইমারি সেন্সর + 32MP আল্ট্রা-ওয়াইড সেন্সর + 8MP ম্যাক্রো শ্যুটার + 8MP ডেপথ সেন্সর ডুয়েল LED স্ট্রিক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবেও 45 মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি সেন্সর প্রদান করেছে কোম্পানিটি। এছাড়া পাওয়ার ব্যাংক হিসেবে এই ফোনটিতে 8,500mAh-এর অবিশ্বাস্য সেলফি সেন্সর দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে দুর্দান্ত এই ফোনটি কবে নাগাদ ভারতীয় বাজারে লঞ্চ হবে অথবা এর প্রারম্ভিক মূল্য কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি Nokia।

Advertisements