Tata Nano EV: গরিবের স্বপ্ন পূরণ করতে শীঘ্রই বাজারে আসছে Tata Nano EV, দেখে নিন গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিরাট সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয়কৃত অর্থের বিনিময়ে একটি গাড়ি ক্রয় করলেও সেই গাড়ি চালাতে সাহস পাচ্ছেন না…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিরাট সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয়কৃত অর্থের বিনিময়ে একটি গাড়ি ক্রয় করলেও সেই গাড়ি চালাতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এই সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি। গরিবের স্বপ্ন পূরণে এবার ভারতের গাড়ি নির্মাণ কোম্পানি টাটা বিরাট পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

মধ্যবিত্ত থেকে নিম্ন-মধ্যবিত্তের, প্রত্যেকের গাড়ি কেনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে এবার পরিকল্পিতভাবে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানিতে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, টাটা এবার তাদের প্রাচীন গাড়ি Tata Nano-র ইলেকট্রিক সংস্করণ নিয়ে ভারতের বাজারে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। যে গাড়িটি মাত্র 5 লাখেরও কম মূল্যে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। শুধু এখানেই শেষ নয়, সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে গাড়িটির অবিশ্বাস্য কিছু ফির্চাস তুলে ধরা হয়েছে গ্রাহকদের সামনে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে 72 ভোল্টের লিথিয়াম আয়নের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি গাড়িটিকে এক চার্জে 200 রেঞ্জ দিতে সাহায্য করবে। Tata Nano-এর মতো এই গাড়িটিও 4 সিটার হতে চলেছে বলে ধারণা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। 800 কেজির এই গাড়িটি ভারতীয় বাজারে সবচেয়ে কম মূল্যের এবং সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, সম্প্রতি টাটা কোম্পানির মালিক রতন টাটা একটি ইলেকট্রিক Tata Nano ড্রাইভ করেছেন। সেই ভিডিও টাটা কোম্পানির তরফ থেকে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে টাটা ন্যানোর ইলেকট্রিক সংস্করণ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে কবে এবং কত দামে এই গাড়িটি ভারতীয় বাজারে বিক্রি করা হবে সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

Advertisements