বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি করে নতুন 5G ফোন লঞ্চ করল Vivo। নতুন এই স্মার্টফোনের দুর্দান্ত ক্যামেরা এবং অবিশ্বাস্য ফির্চাস দেখে ফোনটি কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্মার্টফোন নির্মাণ করছে চায়না কোম্পানি Vivo। আজ আমরা এই নিবন্ধে আমনাদের জানাতে চলেছি, Vivo R1 Pro মোবাইলের চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
Vivo R1 Pro মোবাইলটি ইতিমধ্যে তার দুর্দান্ত ক্যামেরার জন্য সাড়া ফেলে দিয়েছে বিশ্ববাজারে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কর্নিং গরিলা গ্লাস 7 সুরক্ষার সঙ্গে 7 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লের সাথে ফোনটি বাজারে উপলব্ধ হবে। পাশাপাশি গ্রাহকরা চাইলে দুটি ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন মোবাইলটি। 8GB RAM+256GB storage এবং 12GB RAM+512GB storage-এর সঙ্গে ফোনটি অনলাইন এবং অফলাইনে কিনতে পারবেন গ্রাহকরা।
যদি দুর্দান্ত এই মোবাইলটির ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে 200 MP প্রধান লেন্সের সাথে 32 MP আল্ট্রা-ওয়াইড লেন্স + 16 MP ওয়াইড সেন্সর + 5 MP ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য 64 MP-এর দুর্দান্ত সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে মোবাইলটিতে। 6,000mAh বিশাল ব্যাটারির পাশাপাশি ফাস্ট চার্জিং-এর মত সুবিধাও লক্ষ্য করা যাবে মোবাইলটিতে। যদিও দামের বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানিটি। তবে স্মার্ট ফোন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই দুর্দান্ত মোবাইলটি ভারতের বাজারে 28,500 টাকায় বিক্রি হতে পারে।