দিনের পর দিন ক্রমবর্ধমান জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। ভারতের বাজারে এই মুহূর্তে Tata Tiago, MG Coment সহ একাধিক ইলেকট্রিক গাড়ি বর্তমান থাকার শর্তেও গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন রতন টাটার স্বপ্নের রাজকন্যা Tata Nano ইলেকট্রিক গাড়ির জন্য। কারণ, কোম্পানির ঘোষণা অনুযায়ী এটাই হতে চলেছে ভারতের বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি। ফলে, স্বাভাবিকভাবেই বাজারে লঞ্চ হওয়ার পূর্বে গাড়িটির দিকে আকর্ষণ বেড়েছে গ্রাহকদের। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, নতুন টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে কি ধরনের অত্যাধুনিক বৈশিষ্ট্য সংযুক্ত হতে চলেছে-
সূত্রের খবর অনুসারে যতদূর জানা যাচ্ছে, Tata Nano EV গাড়িটি এখনও পর্যন্ত ভারতীয় বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। পাশাপাশি এটাই হতে চলেছে ভারতীয় বাজারে সর্বাপেক্ষা কম দামের ইলেকট্রিক গাড়ি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই গাড়িটি মাত্র 5 লাখেরও কম মূল্যে ক্রয় করতে পারবেন আপনি।
শুধু দামে কম এমনটা নয়, আমরা আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে 72 ভোল্টের লিথিয়াম আয়নের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হচ্ছে। যেটি গাড়িটিকে এক চার্জে 200 রেঞ্জ দিতে সাহায্য করবে। Tata Nano-এর মতো এই গাড়িটিও 4 সিটার হতে চলেছে বলে ধারণা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। যা নিঃসন্দেহে গাড়ি প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।
যদি বাজারে আসতে চলা এই গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে Tata Nano ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা রাখতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থাটি।







