গরীবদের জন্য ফাটাফাটি গাড়ি, বাজেট সেগমেন্ট একাই দখল করবে TATA NANO EV

TATA Nano অনেকের কাছে আবেগের একটি নাম। প্রত্যেক মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে অনেকটা সফল হয়েছিলেন রতন টাটা। নিজেও মাঝেমধ্যে সফর করেছেন তার সাধের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

TATA Nano অনেকের কাছে আবেগের একটি নাম। প্রত্যেক মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে অনেকটা সফল হয়েছিলেন রতন টাটা। নিজেও মাঝেমধ্যে সফর করেছেন তার সাধের টাটা ন্যানোতে। মাঝে উৎপাদন বন্ধ করে দেওয়া হলেও আবার বাজারে ফিরতে পারে এই গাড়ি। তবে নতুন অবতারে। আধুনিক ডিজাইনের সঙ্গে ইলেকট্রিক ভার্সনে বাজারে প্রবেশ করতে পারে TATA NANO EV।

Advertisements

অনেক জায়গায় দাবি করা হচ্ছে বিখ্যাত গাড়ি নির্মাতা টাটা তার নতুন গাড়ি টাটা ন্যানো ইভি ২০২৩ চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা খুব কম বাজেট রেঞ্জের মধ্যে বাজারে লঞ্চ করতে পারে কোম্পানি। যারা খুব কম দামে ঢার চাকা গাড়ি কিনতে চান তাদের জন্য এটি ভালো অপশন হতে পারে।

Advertisements

টাটা ন্যানো ইভি ২০২৩ একবারের ফুল চার্জে মোটামুটি ভাল ড্রাইভিং রেঞ্জ সরবরাহ করতে সক্ষম হবে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৈদ্যুতিক অবতারে টাটা ন্যানো ইভি ২০২৩ কোম্পানির শক্তিশালী ব্যাটারির সাহায্যে অপারেট করবে। যার সাহায্যে এটি সহজেই একক চার্জে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বলে আশা করা যায়। যা বাজারে উপলব্ধ অন্যান্য বৈদ্যুতিক গাড়ির তুলনায় অনেক সস্তা বিকল্প হিসেবে এই পরিমাণ মাইলেজ দিতে পারবে।

টাটা ন্যানো ইভি ২০২৩-এ আধুনিক প্রযুক্তি এবং নতুন সেগমেন্টের সাথে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। ন্যানো ইভি একবারে চারজন বসতে পারবে। সম্ভাব্য এই গাড়ি মাত্র ১০ সেকেন্ডে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারবে। রতন টাটা ৭২ ভি ন্যানো ইভি খুব পছন্দ করেছিলেন। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে ৭২ভি টাটা ন্যানো ইভি ২০২৩ ভারতীয় বাজারে বৈদ্যুতিক সংস্করণে আসতে পারে।

Tata Nano Ev

তবে টাটার পক্ষ পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা করা হয়নি এ ব্যাপারে। দুর্দান্ত বৈশিষ্ট্যযুক্ত এই বৈদ্যুতিক গাড়ির দাম ভারতীয় মুদ্রায় হতে পারে নূন্যতম চার লক্ষ থেকে ছয় লক্ষ্য টাকা পর্যন্ত।

Advertisements