বাজারে ফের সাড়া ফেলতে আসছে টাটা ন্যানো। তবে একবারে নতুন অবতারে। MG Comet EV গাড়ির সঙ্গে সরাসরি পাঞ্জা লড়বে TATA Nano ইলেকট্রিক গাড়ি। আশা করা হচ্ছে আগের মতো আগামী দিনেও TATA Nano তে থাকতে চলেছে অসাধারণ মাইলেজ এবং সেই সঙ্গে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে দাম।
ভারতীয় অটো সেক্টরে TATA সম্প্রতি নিজেদের নামের প্রতি আরও সুবিচার করতে পেরেছে। তাই নতুন TATA Nano তেও যে আধুনিকতার ছোঁয়া থাকবে সেটা বলাই বাহুল্য। বাজারে একাধিক ইলেকট্রিক গাড়ি রয়েছে। কিন্তু সব গাড়ি সবার সাধ্যের মধ্যে হয় না। আবার বাজেট ইলেকট্রিক গাড়িতে নেই মনের মোটো ফিচার। এই দুই সমস্যাকে এক ঢিলে মেটাতে পারে ইলেকট্রিক অবতারের TATA Nano।
TATA শীঘ্রই বৈদ্যুতিক অবতারে Nano চালু করতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন বৈদ্যুতিক ন্যানোতে শক্তিশালী পাওয়ারট্রেন সরবরাহ করতে পারে। এই গাড়িটি থাকতে পারে ৭২ ভি পাওয়ার প্যাক। গাড়ির সর্বোচ্চ গতি ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায়। একবারের ফুল চার্জের পর ড্রাইভিং রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
টাটা ন্যানো ইভিতে সম্ভাব্য কিছু ফিচার:-
- বৈদ্যুতিক শক্তি স্টিয়ারিং
- এয়ার কন্ডিশনার
- ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ
- রিমোট দিয়ে সেন্ট্রাল লকিং
- 12V Power Socket
- ব্লুটুথ
- AUX-IN
- মাল্টি ইনফরমেশন ডিসপ্লে
এই ইলেকট্রিক গাড়ির দাম এবং লঞ্চ সম্পর্কে টাটার পক্ষ থেকে কোনও তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।







